দেশের সময় ওয়েবডেস্কঃ সাংসদদের ৭৪৮ ভোটের মধ্যে দ্রৌপদী পেয়েছেন ৫৪০ ভোট। অন্যদিকে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন মাত্র ২০৪ ভোট। এই মুহূর্তে দ্রৌপদী মূর্মুর প্রাপ্ত ভোটের মূল্য ৩ লক্ষ ৭৮ হাজার। অন্যদিকে যশবন্তের প্রাপ্ত ভোটের মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৬০০। রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম রাউন্ডের গণনার ফলে অনেকটাই এগিয়ে গেলেন এনডিএ’র প্রার্থী দ্রৌপদী মূর্মু।
সকাল সাড়ে ১১টায় সংসদে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। বিকেল নাগাদ চলে আসতে পারে চূড়ান্ত ফলাফল। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সব রাজ্য থেকেই ব্যালট বাক্স সংসদে নির্দিষ্ট সময়ে এসে পৌঁছয়। বর্তমানে যা পরিস্থিতি তাতে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার পথে অনেকটাই এগিয়ে মূর্মু। আর তাই ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদীর গ্রামের বাড়িতে সাজসাজ রব। তাঁর সঙ্গে বৃহস্পতিবার দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এনডিএ ধরেই নিয়েছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী। আর তাই দিল্লি বিজেপির তরফে রোড শো’র পরিকল্পনা সেরে রাখা হয়েছে। দিল্লি বিজেপির সদর দপ্তর থেকে শুরু হবে রোড শো। গেরুয়া শিবিরের একাধিক নেতা রোড শো’য় হাজির থাকবেন বলে জানা গেছে। বিজেপির বিভিন্ন রাজ্য শাখাও উৎসবের প্রস্তুতি সেরে রেখেছে।
ওড়িশায় দ্রৌপদীর গ্রামের বাড়িতে ২০ হাজার মিষ্টি তৈরি রাখা হয়েছে। গ্রামের মেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জিতলেই শুরু হবে মিষ্টি বিতরণ। আদিবাসী নাচের পরিকল্পনাও সারা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।