Rain Forecast in Bengal: কলকাতায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে!আবার কবে মিলবে রোদের দেখা?বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি সরিয়ে কবে পরিষ্কার হবে আকাশ?

0
389

দেশেরসময়, কলকাতা: কলকাতায় গতকাল থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। তার জেরে বেশ অনেকটাই কমে গেছে তাপমাত্রা।

দেখা নেই রোদের। গত সপ্তাহের শুরু থেকে সেই যে মুখ ভার করে বসে রয়েছে আকাশ, আর ফোটেনি হাসি। দিনভর চলছে অঝোর ধারা। গোটা বাংলার দখল নিয়েছে মৌসুমী বায়ু। এদিকে বঙ্গোপসাগরে (Bay of Bengal) আবার নিম্নচাপের ভ্রুকুটি।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত একদিন আগেই পরিণত হয়েছে নিম্নচাপে। মোটের উপর উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বর্ষার দাপট চলছে গোটা বাংলাতেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal) বেশিরভাগ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার রাজ্যজুড়ে (Weather report)। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে রাজ্যের সব জেলাই। আগামী ২৪ ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ ক্রমশই বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে (rainfall prediction)।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে আজ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। ২৮ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার অর্থাৎ ২৯ তারিখ থেকে অনেকটাই কমে যাবে বৃষ্টির পরিমাণ।

তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন বুধবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। অন্যদিকে রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। তবে বৃষ্টির জেরে তাপমাত্রার যে খুব একটা হেরফের হবে এমনটা নয়। দুই বঙ্গে আগামী ৫ দিন তাপমাত্রা মোটের উপর একই থাকবে বলে জানাচ্ছে মৌসব ভবন।

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনভর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৯ থেকে ৯৮ শতাংশে রয়েছে। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে আরও খবর, নিম্নচাপটি বর্তমানে ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ের উপরে অবস্থান করছে। নিম্নচাপের কারণে আপাতত কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ সোমবারও মেঘলা আকাশ এবং বৃষ্টি চলছে। আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা একই থাকবে আগামী কয়েক দিন। শহরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৯ থেকে ৯৮ শতাংশ।

Previous articleAnti Drug Day: বিশ্ব মাদক বিরোধী দিবসে মাদক মুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানালেন বনগাঁর সহপাঠীর সদস্যরা: দেখুন ভিডিও
Next articleWest Bengal Panchayat Election 2023:হাত-পদ্ম মিশে গেল বনগাঁয়! কংগ্রেস-বিজেপির ব্যানার নিয়ে রাজনৈতিক তরজা শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here