দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার সকালে নির্দেশিকা জারি হওয়ার ঠিক কয়েকঘন্টা পরেই সংসদে ফিরে এলেন সাংসদ রাহুল। খুশির হাওয়া কংগ্রেস শিবিরে, খুশি বিরোধী জোট ইন্ডিয়া শিবিরেও।
ইতিমধ্যে মুলতুবি হয়েছে লোকসভার অধিবেশন। রবিবার থেকেই অপেক্ষা ছিল সোমসকালের দিকে। নজর ছিল, লোকসভার স্পিকারের সিদ্ধান্তের দিকে। দিনের শুরুতেই দেখা গেল, সাংসদ পদ ফিরে পেলেন রাহুল। লোকসভার স্পিকার ওম বিড়লার সচিবালয় থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়ে সেকথা।
সকলেই উদগ্রীব হয়ে ছিলেন, অপেক্ষার অবসান ঘটিয়ে কবে সংসদে ফিরবেন রাহুল? কয়েকঘন্টাতেই শেষ হল অপেক্ষা। চার মাস পর তিনি ফিরলেন সংসদে। মোদী পদবী মামলায় রাহুল গান্ধীকে শাস্তি দিয়েছিল সুরাট আদালত। দু’ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণার পর খারিজ হয়ে যায় রাহুলের সাংসদ পদ। সরকারি বাসভবনও ছাড়তে হয় তাঁকে। গুজরাটের নিম্ন আদালতের রায় বহাল রেখেছিল উচ্চ আদালতও।
সম্প্রতি গুজরাট হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে দেশের শীর্ষ আদালত। অর্থাৎ রাহুলের আর সংসদে ফিরতে কোনও বাধা ছিল না, শুধু অপেক্ষা ছিল লোকসভার স্পিকারের নির্দেশের। রবিবারেই জানা গিয়েছিল, রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার জন্য কাগজপত্র প্রস্তুত, কেবল সই বাকি লোকসভার স্পিকারের। সোমবার সকালে লোকসভার স্পিকারের সচিবালয় থেকে নির্দেশিকা জারি করে রাহুলের প্রত্যাবর্তনের কথা জানিয়ে দেওয়া হল।
প্রায় চারমাস পর নিজের সাংসদ পদ ফিরে পেলেন তিনি। এর পরেই খুশির মেজাজ দেখা যায় কংগ্রেস শিবিরে। উৎসবের মেজাজে মেতে উঠেছেন দলের নেতা-নেত্রীরা। মিষ্টি বিলি করতে দেখা যায় খোদ মল্লিকার্জুন খাড়গেকে। বিরোধী শিবির মঙ্গলবার সংসদে মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করেছে, সাংসদ পদ ফিরে পাওয়ায় রাহুলও যোগ দেবেন মঙ্গলবার।
#WATCH | Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi and MP Rahul Gandhi at the Parliament in Delhi.
— ANI (@ANI) August 7, 2023
Lok Sabha Secretariat today restored Rahul Gandhi's Lok Sabha membership. pic.twitter.com/2MjBSybUEb
অন্যদিকে, মল্লিকার্জুন খাড়্গের অফিসেও উদযাপনে মেতে উঠতে দেখা যায় ইন্ডিয়া জোটের সাংসদদের। অধীর চৌধুরীকে দেখা যায় দলনেতা খাড়্গের মিষ্টিমুখ করাতে। মল্লিকার্জুন খাড়্গেও অধীরের পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ একাধিক বিরোধী দলনেতাকে মিষ্টি খাওয়ান।
#WATCH | I.N.D.I.A alliance leaders celebrate following restoration of Lok Sabha membership of Congress leader Rahul Gandhi.
— ANI (@ANI) August 7, 2023
(Source: AICC) pic.twitter.com/vaVwBcreYM