অর্পিতা বনিক, সঙ্গীতা চৌধুরী, দেশের সময়:মধ্যরাতের সন্ধিক্ষণে স্বাধীন হয়েছিল দেশ। ৭৭ বছর আগে। ৭৮তম স্বাধীনতা দিবসে বাংলা জুড়ে মেয়েদের স্বাধীনতার এক অনন্য গল্প রচিত হল। কলকাতা শহরে, প্রথম সারির হাসপাতাল আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা আলোড়িত করেছে জনমানসকে। কতটা আলোড়ন? তার ছবি দেখা গেল ১৪ আর ১৫ অগস্টের সন্ধিক্ষণকে ঘিরে। মেয়েরা রাত দখল করলেন। নারীদের ডাকা আন্দোলনে পুরুষেরাও রইলেন বটে, কিন্তু …দেখুন ভোডিও
মধ্যরাতে কলকাতা শহরে মেয়েদের ‘রাত দখলের’ কর্মসূচির মধ্যেই তুলকালাম পরিস্থিতি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানকার জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করার অভিযোগ উঠেছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু কারা ভাঙচুর চালালেন, তা স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েক জন পুলিশকর্মীও জখম হয়েছেন।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলাপাড় গোটা রাজ্য। তার প্রতিবাদেই বুধবার রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তার মাঝেই আরজি করে হামলার ঘটনায় নানাবিধ প্রশ্ন তৈরি হয়েছে। কারা এই হামলা চালিয়েছেন, সেই প্রশ্নের এখনও উত্তর মেলেনি।
অন্য দিকে সীমান্ত শহর বনগাঁয় এই রাত যেন ভোরের চেয়েও উজ্জ্বল। কোনও রাজনৈতিক দলের পতাকা নেই, কোনও খাবারের লোভ বা টাকার প্রলোভন নেই। মানুষ শুধু এগিয়ে এসেছেন বিচার চেয়ে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাতের দখল নিয়েছেন তাঁরা। স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে নারী স্বাধীনতার আওয়াজ উঠছে। তার সঙ্গে শোনা যাচ্ছে ‘উই ওয়ান্ট জাস্টিস।’
প্রথমবার এই জমায়েতের ডাক দেওয়া রিমঝিম জানিয়েছেন, মেয়েদের চালচলন ঠিক করে দেওয়ার প্রবণতা সমাজে বহুদিনই। কিন্তু তা করে মেয়েরা কিছু পাচ্ছে না। সেই কারণেই এই রাত দখলের ডাক। জমায়েতে দলীয় পতাকা ছাড়া আসার অনুরোধও করেন তিনি। আর সত্যিই এই জমায়েতে একটি পতাকা ছাড়া কোনও পতাকাই দেখা যায়নি। সেটি হল দেশের জাতীয় পতাকা।