R G Kar Hospital Incidentদুষ্কৃতীদের তাণ্ডবে তছনছ আরজি করের জরুরি বিভাগ! ঘুরে দেখল দেশের সময়:দেখুন ভিডিও

0
307
অর্পিতা বনিক, কলকাতা

দেশের সময়:   চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই বুধবার রাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালান এক দল ব্যক্তি। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুমও। হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। ভাঙচুর করা হয় আরজি করের পুলিশ ফাঁড়ি, এমনকি চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চও! পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকর্মীদের উপর হামলাও চালানো হয় বলে অভিযোগ I দেখুন ভিডিও

ওই রাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে কলকাতার পুলিশ কমিশনারের কাছে আর্জি জানিয়েছেন, ‘‘রং না দেখে ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের ধরুন! পড়ুয়াদের দাবি ন্যায্য ও সঙ্গত! তাঁদের বাঁচান!’’ অভিষেকের সেই বার্তার কয়েক ঘণ্টা পরেই পরেই শুরু হল হামলাকারীদের চিহ্নিত করার কাজ।

বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনার অভিযুক্ত কয়েক জনের ছবি প্রকাশ করে এ বার ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে! বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে ওই অশান্তির ঘটনার ২৬টি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে তাঁদের সন্ধান চেয়েছে পুলিশ I

দেখুন ভিডিও

Previous articlePM Narendra Modi স্বাধীনতা দিবসের ভাষণে নাম না করে আরজি কর নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: দেখুন ভিডিও
Next articleটালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপিঠে স্বাধীনতা দিবস পালন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here