

দেশের সময় : কলকাতা: করোনা আবহেই এবার বাঙালি মেতেছে দুর্গাপুজোর উৎসবে। আর আম জনতাকে ভিড় এড়িয়ে পুজো দেখার সুযোগ করে দিচ্ছে দেশের সময়। আমাদের সঙ্গে দেখুন শহরের বড় বড় সব পুজোগুলি। উত্তর থেকে দক্ষিণ কলকাতা তথা কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবগুলির মন্ডপ ও প্রতিমার ছবি তুলে ধরছেন দেশের সময় এর ফোটোগ্রাফার ধ্রুব হালদার, পিয়ালী মুখার্জী এবং শম্পা গুহমজুমদার৷ আমরা জানি কলকাতার দুর্গাপুজো মানেই থিমের লড়াই। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলুন দেখে নেওয়া যাক মন্ডপ এবং প্রতিমা সজ্জার কিছু ছবি। ক্যামেরা ও লেন্সে চোখ রাখলেন – ধ্রুব হালদার পিয়ালী মুখার্জী ও শম্পা গুহ মজুমদার: নীচে রইল তাঁদের তোলা ছবি:

































