Puja Carnival LIVE: মঞ্চে মমতা:কার্নিভাল কাঁপাচ্ছে একের পর এক বড় পুজো

0
584

দেশের সময় , কলকাতা: Red Road Durga Puja Carnival 2022: পুজোর কার্নিভালে ক্রমেই রঙিন হয়ে উঠছে।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৩৩টি পুজো কমিটি যোগ দিল কার্নিভালে

১) আলিপুর বডি গার্ড লাইন্স ২) দক্ষিণ কলকাতা সর্বজনীন ৩) কলেজ স্কোয়ার সর্বজনীন ৪) বেহালা নূতন দল ৫) ভবানীপুর ৭৫ পল্লি ৬) অবসর ৭) সিংহী পার্ক ৮) কাশী বোস লেন ৯) হিন্দুস্থান পার্ক সর্বজনীন ১০) শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ১১) আহিরীটোলা দুর্গোৎসব সমিতি ১২) বরানগর নতুন পাড়া দাদা-ভাই সংঘ ১৩) দমদম তরুণ দল ১৪) বেলঘরিয়া বাণী মন্দির ১৫) বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ৷

১৬) ৪১ পল্লি ১৭) হালতু নন্দীবাগান দুর্গোৎসব ১৮) দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি ১৯) দমদম পার্ক তরুণ সঙ্ঘ ২০) বরানগর নেতাজি কলোনি লো ল্যান্ড ২১) ভবানীপুর মুক্তদল ২২) চোরবাগান সর্বজনীন ২৩) ভবানীপুর স্বাধীন সঙ্ঘ ২৪) পদ্মপুকুর বারোয়ারি সমিতি ২৫) তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসব ২৬) কালীঘাট কিশোর সঙ্ঘ ২৭) পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘ ২৮) এফ ডি ব্লক সর্বজনীন পুজো কমিটি ২৯) মুখার্জি ঘাট সর্বজনীন প্রসারিত সমিতি ৩০) এ কে ব্লক অ্যাসোসিয়েশন ৩১)  ফাল্গুনি সঙ্ঘ ৩২) নবপল্লি সঙ্ঘ ৩৩) শিবমন্দির

রেড রোড সংলগ্ন এলাকায় ভিড়রু করেছে বিভিন্ন পুজো কমিটিগুলি। দক্ষিণ কলকাতা সর্ব্বজনীন দুর্গাপুজোর প্রতিমা ও গাড়ি সাজিয়ে তোলা হয়েছে কার্নিভালের জন্য ৷

এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ইউনেস্কোর প্রতিনিধিরাও।

অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোডে সাজো সাজো রব।বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি পাওয়ার পর এত বড় মাপের কার্নিভালের আয়োজন বলেই দাবি করছেন আধিকারিকরা।

পুজো কার্নিভালের বিভিন্ন পুজো কমিটিগুলি ইতিমধ্যেই প্রতিমা নিয়ে শুরু করেছেন তাঁদের অনুষ্ঠান ৷

কার্নিভাল শুরুর আগেই সকাল থেকেই শহরের বিভিন্ন অংশ থেকে আসতেও শুরু করে বিভিন্ন ট্যাবলো। গোটা কলকাতার সমস্ত বড় পুজোকে এক মঞ্চ থেকে দেখতে মানুষের ভীড়ও এবছর রেকর্ড করতে চলেছে বলে দাবি সরকারি সূত্রে।

শেষ দু-বছর অতিমারি পরিস্থিতিতে আয়োজন করা যায়নি দূর্গাপুজার সবথেকে বড় কার্নিভাল। তবে এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতেই কার্নিভালের প্রস্তুতি জোরকদমে চলেছে। কার্নিভাল শুরুর আগেই সকাল থেকেই শহরের বিভিন্ন অংশ থেকে আসতেও শুরু করে দিয়েছে বিভিন্ন ট্যাবলো। গোটা কলকাতার সমস্ত বড় পুজোকে এক মঞ্চ থেকে দেখতে মানুষের ভীড়ও এবছর রেকর্ড করতে চলেছে বলে দাবি সরকারি সূত্রে।

এক নজরে দেখে নেব কি কি নিয়ম থাকছে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলোর জন্য৷

৯৪টি পুজো কমিটির প্রত্যেকের জন্য বরাদ্দ ৪ মিনিট, ৬ ঘণ্টারও বেশি সময় চলতে পারে কার্নিভাল৷

প্রতিটি পুজো কমিটি ৪ মিনিট করে সময় পেলেও প্রায় ৬ ঘণ্টার বেশি সময় লেগে যাবে কার্নিভালে। অর্থাৎ, রাত প্রায় ১০টার বেশি বেজে যেতে পারে কার্নিভাল শেষ হতে হতে। এমনটাই অনুমান করছেন ওয়াকিবহাল মহল।

একটি কমিটির তরফে সর্বাধিক তিনটি ট্যাবলো প্রদর্শন করতে পারবেন উদ্যোক্তারা ৷ ঢাকি-সহ সর্বাধিক ৫০ জন, ৪ মিনিটের অনুষ্ঠান ৷

ঢাকি-সহ প্রত্যেকটি পুজো কমিটির উপস্থাপনার সময় মোট ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।

পুজো কমিটিগুলোর পাশাপশি বিপুল জনসমাগম হতে চলেছে আজ। তাই রেড রোড সংলগ্ন অঞ্চলে নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। প্রায় দু হাজার পুলিশ কর্মী সমস্ত নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব সামলাবেন। গোটা ময়দান অঞ্চলকে মোট ১২টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার।

কার্নিভাল যেখানে চলবে অর্থাৎ রেড রোডের অংশের দায়িত্বে থাকবেন ডিসি সেন্ট্রাল এবং ডিসি সাইবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান নিয়ন্ত্রণ করা শুরু হবে রেড রোড সংলগ্ন বেশ কিছু রাস্তায়। এ ছাড়া ৮টি ওয়াচ টাওয়ার, ১০টি সহায়তা কেন্দ্র এবং ৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।

Previous articleRatan Tata:‌ কাজের স্বীকৃতি, ‘‌সেবা রত্ন’‌ সম্মান পেলেন রতন টাটা
Next articleLaxmi Puja: দরাপপুরে ছড়িয়ে পড়া ওপার বাংলার বাসিন্দারা আজও মেতে ওঠেন লক্ষ্মীপুজোর আয়োজনে: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here