President Draupadi Murmu: রেসকোর্সে দ্রৌপদীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী, নেতাজি ভবনে রাষ্ট্রপতির সঙ্গী রাজ্যপাল

0
438

কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটার।

দেশেরসময় ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম বাংলা সফরে এলেন দ্রৌপদী মুর্মু । সোমবার বেলা ১২টার কিছুটা আগে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তাঁকে সেনাবাহিনীর তরফে গার্ড অফ অনার দেওয়া হয়। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং বীরবাহা হাঁসদা।

রেসকোর্স থেকে নেতাজি ভবনে পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেতাজির বাসভবন ঘুরে দেখছেন তিনি। সঙ্গে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতির সফরের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলগিন রোড চত্বর।

বিমানবন্দর থেকে বায়ুসেনার হেলিকপ্টারে রেসকোর্সে নামেন দ্রৌপদী মুর্মু। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রেসকোর্স থেকে রাষ্ট্রপতি বেলা ১২টা ৪৫ নাগাদ পৌঁছন নেতাজি ভবনে।

নেতাজি ভবন থেকে জোড়াসাঁকো ঘুরে দুপুরের মধ্যে রাজভবনে পৌঁছে যাবেন রাষ্ট্রপতি মুর্মু। সেখানেই মধ্যাহ্নভোজন করবেন। তার পর বিকেলে যাবেন নেতাজি ইন্ডোরে।

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রাজভবনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে রাজ্য সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে নেতাজি ইনডোরের অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রীরও।

আগামীকালও রাষ্ট্রপতির গুচ্ছ কর্মসূচি রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। বিশ্বভারতীর সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবারের সমাবর্তন অন্য মাত্রা যোগ করেছে।

Previous articlePresident’s Kolkata Visit: রাষ্ট্রপতি হওয়ার পর দু’দিনের বাংলা সফরে আসছেন দ্রৌপদী মুর্মু
Next articleDraupadi Murmu:
নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর নাচে মুগ্ধ রাষ্ট্রপতি, দ্রৌপদীর হাতে দুর্গামূর্তি তুলে দিলেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here