দেশের সময় ওয়েবডেস্কঃ বলিউডে নক্ষত্রপতন। প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক প্রদীপ সরকার । শুক্রবার ভোরে মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। পরিণীতা, লাগা চুনরি মে দাগ, মর্দানি– এইসব জনপ্রিয় সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। আচমকা তাঁর মৃত্যতে শোকস্তব্ধ বলিউড।
দিন কয়েক আগেই বলিউডের অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুর খবর মেলে। সেই শোক এখন কাটিয়ে উঠেতে পারেননি সিনেমাপ্রেমী অসংখ্য মানুষ। এর মাঝেই এল আরও এক দুঃসংবাদ।
শুক্রবার সকালে পরিচালক হনসল মেহতা এই খবর ভাগ করে নেন টুইটারে। লেখেন, “প্রদীপ সরকার, দাদা, আপনার আত্মার শান্তি হোক।”
২০০৫ সালে ‘পরিণীতা’ ছবি দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ। ২০০৭ সালে ‘লগা চুনরি মে দাগ’ দর্শকের মন ছুঁয়ে যায়। এর পর ‘লাফাংগে পরিন্দে’ (২০১০) এবং ‘মর্দানি’ (২০১৪) র মতো ছবিতেও সাড়া ফেলেন প্রদীপ।
পরিণীতার পরিচালক সম্প্রতি বাংলার বিনোদিনী দাসীকে বলিউডে তুলে ধরার তোড়জোড়ো করছিলেন। মুখ্য ভূমিকায় বেছে নিয়েছিলেন কঙ্গনা রানাউতকে। অসময়ে চলে যাওয়ায় হিন্দি ছায়াছবিতে ‘বিনোদিনী’ অধরাই থাকলেন।