Poonam Pandey: ‘বেঁচে আছি’! ইনস্টাগ্রামে হাজির হয়ে দুঃখপ্রকাশ ‘মৃত’ পুনমের

0
175

দেশের সময় ওয়েবডেস্কঃ ২৪ ঘণ্টার উপর পেরিয়ে গিয়েছে। পুনম পাণ্ডে মৃত না কি জীবিত সেই সন্দেহ ছিলই। শুক্রবার সকালের পোস্টের পর তোলপাড় হয়ে গিয়েছে গোটা বলিউড। তাঁর মৃত্যুসংবাদে সমবেদনা জানিয়েছেন কঙ্গনা রানাউত থেকে অনুপম খেরের মতো ব্যক্তিত্ব। পুনম বেঁচে নেই, বিশ্বাস করতে পারছিলেন না তাঁর বন্ধু মুনাওয়ার ফারুকিও। অবশেষে নাটকে যবনিকা পতন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মৃত্যুর খবর ভুয়ো (Fake)–শনিবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৪) সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েই সেই কথা নিজেই ঘোষণা করলেন বলিউডের মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে।

শুধু তাই-ই নয়, নিজের মৃত্যুর ‘ফেক নিউজ়’ ছড়ানোর জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনাও করলেন ৩২ বছর বয়সি পুনম। শুক্রবার (০২ ফেব্রুয়ারি, ২০২৩) পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছিলেন ম্যানেজার পারুল চাওলা।

https://www.instagram.com/reel/C24C_LyIy6m/?igsh=MWRvcnF0cmd5eXBmbQ==

২৪ ঘণ্টা পর ‘মৃত’ পুনম পাণ্ডে শনিবার বেলায় নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিয়োর মাধ্যমে জানান তিনি বেঁচে আছেন। আসলে মৃত্যু নিয়ে এই লুকোচুরির নেপথ্যে ছিল কারণ। জরায়ু-মুখের ক্যানসার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তাঁর উদ্দেশ্য। মহিলাদের এই টিকার কী প্রয়োজনীয়তা সেটাই জানান পুনম। সম্প্রতি অন্তর্বতী বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও কিশোরীর মেয়েদেক জরায়ু-মুখের ক্যানসারে নিরাময়ের টিকার প্রসঙ্গ উল্লেখ করেন। তার পরের দিনই পুনমের এই পোস্ট, গোটা এক দিন টানটান রহস্য। তবে কি অর্থমন্ত্রীর কথাকেই গুরুত্ব দিয়ে এমন কাণ্ড ঘটালেন তিনি! জল্পনা রয়েই গেল।

Previous articleLal Krishna Advani: ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদবাণী, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Next articleRation Scam: শঙ্করের নামে সমনই আসেনি! আইনজীবীর বিস্ফোরক দাবি আদালতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here