pollution : পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বনগাঁ পুরসভা

0
833

আর্পিতা বণিক, বনগাঁ: প্লাস্টিক দূষণ এখন গোটা পৃথিবীর কাছেই বিপদজনক। এই বিপদের হাত থেকে রক্ষা পেতে এখন সব জায়গাতেই সচেতনতার কাজ চলছে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে প্লাস্টিকের বিরুদ্ধে মানুষকে সচেতন করার কাজ চলছে।

প্লাস্টিক দূষণ রুখতে, বনগাঁ পুরসভার উদ্যোগে নাগরিকদের উদ্যোশ্যে পদযাত্রার মাধ্যমে তাঁদেরকে সচেতন করতে বৃহস্পতিবার সকালে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য কাউন্সিলররা শহরের বিভিন্ন এলাকার দোকানে দোকানে গিয়ে পাটের তৈরী ব্যাগ উপহার দিয়ে তাঁদের কে পলিথিনের তৈরী ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করেন৷ দেখুন ভিডিও

প্লাস্টিকের ক্যারি ব্যাগ, থার্মোকলের থালা, গ্লাস ইত্যাদির মত যেসব বস্তু পরিবেশের সঙ্গে মিশে না গিয়ে ক্ষতি করে এমন বস্তু তৈরি বা বিক্রি, না করেন তার জন্য এদিন মাইকে ঘোষণা করা হয় পুরসভার পক্ষ থেকে৷

পলিথিনে কোন পণ্য দেবার উপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে বনগাঁ পৌরসভা।তা সত্বেও একশ্রেণীর ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যারি ব্যাগ এবং থার্মোকলের ব্যবহার চালিয়ে যাচ্ছেন। এদিনের এই কর্মসূচির মাধ্যমে পৌরসভার পক্ষ থেকে কড়াভাবে বার্তা দেওয়া হয় ।

এর পরেও এই নিষেধাজ্ঞা অমান্য করলে সেই সব ব্যক্তি বা ব্যবসায়ীদের বিরুদ্ধে নগদ অর্থ জরিমানা সহ কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বনগাঁ পৌরসভার প্রধান গোপাল শেঠ।

Previous articleAfghanistan Blast: পর পর বাসে বিস্ফোরণ, কেঁপে উঠল মসজিদ,আফগানিস্তানে হামলায় নিহত অন্তত ১৬
Next articleWeather Update: কেরলে বর্ষা ঢুকছে দু’তিন দিনে ,আজ ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here