Poetry দেশ এর কবিতা: মুহূর্তের বার্তালাপ

0
167

অগোছালো-যাপন তোমার ঠিকানা ভুলেছে
‘গুছিয়ে রাখা’ আজ হয়েছে আমার বড়ই অনাত্মীয়,
পেলব, কোমল শয্যা কন্টকাকীর্ণ তোমায় ছাড়া
অনুভবগুলো এখানে সেখানে তখন বায়বীয়।

আলোর ধাঁধায় ঘেরা আকাশ ঘিরে শত কল্পনা
নীল মেখে নেওয়া শত সবুজের আহ্বান
জীবনবোধ হোক বা হোক না একলা সময়
দিনান্তে প্রতিটি ক্ষণ আসলে তো তোমারই দান।

এক ভিন্ন বর্ণের প্রহেলিকায় মেতেছিলাম
সে পথ ধরে এলে তুমি, এল প্রলয়
জাগিয়ে তুললে আমায়., স্বপ্ন অলিন্দে অবাধ বিচরণ
বৃষ্টি বিন্দু জমে জমে মন্দাক্রান্তায় মাতল আমার আলয়।

হৃদয় ভেজে, অলীক সীমানায় যায় হারিয়ে,
স্রোতস্বিনী হতে চাই, অবিশ্রান্ত বয়ে চলাকে করতে চাই বহন
কখন যে তোমার যাওয়ার পথে হলাম বিরহিনী,
অভিমানী অন্তরে লালিত হল সুবিস্তৃত দহন।

রেশমের প্রলেপে জরি মাখা নকশীকাঁথা
সূদুরে কোনো উদাসী পথের আনাচে কানাচে সুপ্ত মায়া,
সহজিয়া অনুভবে দীপান্বিতাদের মন্ত্রপাঠ,
পড়ন্ত বিকেলের খসে যাওয়া সাজে একাত্ম বকুলের ছায়া।

করুণ সুরের চোরাবালিতে যেদিন হলাম মথিত,
সেখানেই একান্তে জোনাকি রাতে বসালে পূর্ণিমার আসর,
চন্দনের গন্ধে সুবাসিত অকুন্ঠ ভালোবাসা
আদর মেখে পূর্ণতাও তখন হল আমার দোসর॥

তানজীনা মুখার্জী
Previous articleWeather update চরম তাপপ্রবাহের লাল সতর্কতা পাঁচ জেলায়, ৪১ ডিগ্রি ছাড়াতে পারে কলকাতায়, পারদ আরও চড়ার পূর্বাভাস
Next articleKulfi Recipe:’মালাই কুলফি’ দিয়ে জমে যাক গ্রীষ্মের বিকেলগুলো, রইল সহজ রেসিপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here