POETRYকোলকাতা ষোলোকলায়

0
126

ইরফান রহমান: ঢাকা

এই শহরের পথে হেঁটে হেঁটে
ছুঁয়ে দেখি লেগে আছি আমি ভোর;
বেলা গড়ানোর আলু-পরোটায়,
মধ্যাহ্নের ধূপগরম ডালভাত আর সন্ধ্যার
কাঠিরোল হাতে নিয়ে সোডিয়াম আলোয় হাঁটছি হঠাৎ
জীবনানন্দ বলে উঠলো-
‘কীর্তনখোলা আর ধানসিঁড়িটির তীরে যেদিন যাবি ফিরে, আমার কথা ওদের বলিস কিন্তু৷’
সামনে এগোতেই কিছুদূর দেখি
গুরুদেব এসে নিয়ে গেলো শান্তিনিকেতনে মেমোরাবিলিয়ায়৷
উৎসব-বিহঙ্গে দু’চার গলি পরে ঢুকে দেখি
সুনীল গাঙ্গুলির অ্যানসেন্ট দালানের ছাদে আড্ডায় মেতেছে শক্তি চ্যাটার্জি, সত্যজিৎ রায়, চিরকালের সুদর্শন উত্তম-সৌমিত্র, শীর্ষেন্দু আর জয় গোস্বামীরা৷
বাহ্! সুনীল সাগরে ভাসিয়ে সুনীল গাঙ্গুলি বলে চলেছেন সত্যবদ্ধ অভিমান৷
ওঁদের শব্দস্ফূর্তিতে আমাকে বরণ করে মূর্ছনায়, কোলকাতা-
অনাদি অভ্যুত্থানে অনিল আমি তোমার ঘূর্ণনে ষোলোকলায়৷

Previous articleরিষড়া প্রেম মন্দিরে অনুষ্ঠিত হল বাঙালির আত্ম-জাগরণ সভা
Next articleBenapol -Petrapolভারতগামী যাত্রীর চাপে টালমাটাল বেনাপোল, তীব্র গরমে লম্বা লাইনে যাত্রীদের নাভিশ্বাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here