Poet Ashim Saha Passed Away দুই বাংলার জনপ্রিয় কবি অসীম সাহা চলে গেলেন না-ফেরার দেশে

0
113
Community-verified icon
জাকির হোসেন, ঢাকা:

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন। পশ্চিমবঙ্গের সাহিত্য মহলেও রয়েছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা৷ ১৮ জুন মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৭৫ বছর৷

কবি অসীম সাহা গত ২১ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

বাংলা ভাষা ও সাহিত্যচর্চা, গবেষণা ও প্রচারের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা দেশের সময়কে জানান, ১৮ জুন বুধবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য অসীম সাহার মরদেহ বাংলা একাডেমি চত্বরে নেওয়া হবে।

অসীম সাহার শেষকৃত্য সম্পর্কে জানতে চাইলে তাঁর ছোট ছেলে অর্ঘ্য সাহা প্রথম আলোকে জানান, তাঁর বাবা মরদেহ দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন।

বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য অসীম সাহা ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। অসীম সাহা পেয়েছেন আলাওল সাহিত্য পুরস্কার, শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কারসহ বহু সম্মাননা।

কবি অসীম সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ১৮ জুন মঙ্গলবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, অসীম সাহার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।

কবিতা ও উপন্যাস ছাড়াও অসীম সাহা লিখেছেন প্রবন্ধ, গান। অসীম সাহা ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের নেত্রকোনায় জন্মগ্রহণ করেন।

গত ফেব্রুয়ারি মাসে কবি অসীম সাহা পারকিনসন ও কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন৷ তখন কবিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বাংলা সাহিত্যের তরুণ কবি ইরফান রহমান৷

Previous articleColours of Pride :মনোস্কোপ সংস্থার উদ্যোগে LGBTQI+ স্পেকট্রাম বিষয়ক বিশেষ সেমিনার : দেখুন ভিডিও
Next articleDhaka City যানজটের শহর ঢাকা এখন গড়ের মাঠ !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here