PM Narendra Modi : ৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙলেন নরেন্দ্র মোদী

0
126
হিয়া রায়

দু’দিন প্রায় ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করেছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার দুপুরে ধ্যান ভাঙলেন তিনি। তার পর আকাশি কুর্তা, সাদা ধুতি পরে বেরিয়ে এলেন বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে। সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীরা। সেই ভিডিয়ো প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।

দেশের সময়: ৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ ধ্যান শুরু করেছিলেন তিনি। শনিবার দুপুরে ধ্যানের অবসান ঘটে। ধ্যান ভাঙার পর ধ্যানমণ্ডপম থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই তামিল কবি, দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

https://x.com/ANI/status/1796840510495105418?t=IBj0KE2G4LkLcENJdPE8eg&s=19

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের গণনার আগে কেদারনাথে ধ্যান করেছিলেন মোদী। চব্বিশের নির্বাচনের ফলাফল ঘোষণার আগে তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকের ধ্যানমণ্ডপমে টানা ৪৫ ঘণ্টা ধ্যান করলেন তিনি। টানা ৭৫ দিন ধরে ২০৬টি জনসভা এবং রোড শো করেছেন মোদী। একগুচ্ছ কর্মসূচি শেষে ধ্যান শুরু করেন তিনি।

সূত্রের খবর,  গত ৪৫ ঘণ্টা কারও সঙ্গে কথা বলেননি মোদী। খাদ্যতালিকায় ছিল, ডাবের জল, ফলের রসের মতো পানীয়।

Previous articleLok Sabha Election 2024 Percentage দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৫৮ শতাংশের বেশি, তালিকায় শীর্ষে বসিরহাট !
Next articleLok Sabha Exit Poll 2024 পশ্চিমবঙ্গ এক্সিট পোল রেজাল্ট : তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যাচ্ছে বিজেপি,ভোট শেষ হতেই আভাস দিল বিবিধ সংস্থার বুথফেরত সমীক্ষা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here