PM Narendra Modi: রাম মন্দিরে কেমন কাটালেন প্রধানমন্ত্রী ? ভিডিয়ো পোস্ট করে স্মৃতিচারণা মোদী-র

0
153

দেশের সময় : তিথি মেনে ২২ জানুয়ারি, সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠা করলেন রামলালার। আর তার সঙ্গেই এক নতুন কালচক্র শুরু হল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনের মুহূর্ত থেকে সেখানে উপস্থিত অতিথি-সহ দেশবাসীর উদ্দেশে বক্তৃতা ও পরিশেষে সকলের প্রতি প্রণাম নিবেদন করার ঝলক ভিডিয়োর মাধ্যে টুইট পোস্টে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন

রাম মন্দিরে বক্তৃতা শেষে সমগ্র রাম মন্দির চত্বর ঘুরে উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশে করজোড়ে প্রণাম জানান প্রধানমন্ত্রী মোদী। নিজে ঝুড়ি নিয়ে লাল গোলাপের পাপড়ি নিয়ে পুষ্পবৃষ্টিও করেন। তারপর মাথা নীচু করে, করজোড়ে সকলকে প্রণাম জানিয়ে রাম মন্দির ছাড়েন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা থেকে মন্দির চত্বর ছাড়া পর্যন্ত এক অনন্য নজির সৃষ্টি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট-পোস্টটি দেখলেই বোঝা যাবে, রাম মন্দির উদ্বোধনের মুহূর্তে দেশবাসীর উন্মাদনা কতটা ছিল। যদিও রাম মন্দির চত্বরে মাত্র কয়েক হাজার অতিথি উপস্থিত ছিলেন। কিন্তু, সকলে যেভাবে রাম নামে উল্লসিত হয়ে ওঠেন, প্রধানমন্ত্রী মোদী যখন বিগ্রহের মুকুট হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করছেন, উপস্থিত অতিথিবৃন্দের চোখ দিয়ে যেভাবে অশ্রুধারা নেমে আসে, তার থেকেই রাম মন্দির নিয়ে দেশবাসীর আবেগ যে কতটা গভীর, তা স্পষ্ট হয়ে ওঠে।

Previous articleWeather Update: মঙ্গলে মরশুমের শীতলতম দিন পেল কলকাতা দেখুন ভিডিও
Next articleWest Bengal Ration Distribution Case: ‘ডাকু’ শঙ্করের ভাই মলয় আঢ্যকেও সিজিও তেডেকে পাঠাল ইডি,না এলে অন্য ব্যবস্থা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here