PM Narendra Modi: রহস্যজনক ড্রোনের গতিবিধি প্রধানমন্ত্রীর বাসভবনের উপর ড্রোন উড়ছে, তদন্তে দিল্লি পুলিশ

0
285

দেশের সময় ওয়েবডেস্কঃ রহস্যজনক ড্রোনের গতিবিধি ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন তথা ৭ নম্বর লোক কল্যাণ মার্গের উপর সোমবার সকালে ড্রোন উড়তে দেখা গিয়েছে। এদিন ভোর ৫ টার সময়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি তথা স্পেশাল প্রোটেকশন গ্রুপের অফিসাররা দিল্লি পুলিশকে জানিয়েছেন, খুবই সন্দেহজনক ভাবে ড্রোনটি উড়তে দেখা গিয়েছে।এরপরই চাঞ্চল্য ছড়ায়।

হালফিলে ড্রোন বিষয়টি নিরাপত্তার দিক থেকে খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়া জুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ আবার তাদের দমনে ড্রোন ব্যবহার হচ্ছে। মাটি থেকে অনেক উপরে থাকলে অনেক সময়েই ড্রোন চিহ্নিত করা যায় না।

সূত্রের খবর, এসপিজির থেকে অভিযোগ পেয়ে এ ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রীর বাসভবন তথা পূর্বতন রেস কোর্স রোড চত্বর এবং তার আশপাশে তুঘলক রোড, সফজরজঙ রোড, আকবর রোড ইত্যাদি লুটিয়েন দিল্লির মধ্যে পড়ে। এটা খুবই হাই সিকিউরিটি এলাকা। সেই জায়গায় কীভাবে ড্রোন উড়ল সেটাই চিন্তার কারণ।


দিল্লি পুলিশের তরফেও বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের উপরে রহস্যজনক উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও, কোনও ড্রোনের হদিস মেলেনি। এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও এই বিষয়ে জানানো হয়েছে। তারাও কোনও উড়ন্ত বস্তুর হদিস পাননি।

পুলিশ সূত্রে বলা হচ্ছে, ড্রোন ওড়ানোর সময়টাও অদ্ভূত। ভোর ৫ টার সময়ে কোনও আমুদের ড্রোন ওড়ায় না। তা ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনের উপর সন্দেহজনক নজরদারি ইত্যাদি দেখলে তদন্ত স্বাভাবিক ভাবেই শুরু হওয়ার কথা। আশা করা হচ্ছে, অভিযুক্তকে খুব শিগগির পাকড়াও করা যাবে।

Previous articleModi Putin: সমস্যায় উন্নত বিশ্বের দুই দেশ, খারাপ সময়ে ভারতকে কাছে পেতে মরিয়া রাশিয়া ও ফ্রান্স যোগী মডেলেই নিভবে প্যারিসের ক্ষোভের আগুন? সায় দিল মুখ্যমন্ত্রীর দফতর
Next article10th Annual show Sangvi Moments 2023: সাংভি ডান্স সেন্টারের দশম বার্ষিক অনুষ্ঠান ‘সাংভি মোমেন্টস’ ২০২৩’ অনুষ্ঠিত হল কলা মন্দিরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here