PM Narendra Modi স্বাধীনতা দিবসের ভাষণে নাম না করে আরজি কর নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: দেখুন ভিডিও

0
136
হীয়া রায়, দেশের সময়

বৃহস্পতিবার , ১৫ অগস্ট ৭৮ তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এটিই তাঁর প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতা দিবসের ভাষণে নারীর নিরাপত্তা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, মহিলাদের উপর নির্যাতনকারীদের কঠোর সাজা দিতে হবে। এজন্য সমাজ, দেশ ও রাজ্য সরকারগুলিকে একত্রে কাজ করতে হবে। দেখুন ভিডিও

সরাসরি আরজি কর হাসপাতাল, কলকাতা বা পশ্চিমবঙ্গের নাম নেননি প্রধানমন্ত্রী। তবে ছুঁয়ে গিয়েছেন বুধবার রাতে দেশব্যাপী প্রতিবাদের বিষয়টি। প্রধানমন্ত্রী বলেন, আমি মানুষের ক্ষোভ, অসন্তোষের কারণ অনুভব করতে পারছি। আমরা মেয়েদের সুরক্ষা দিতে পারিনি।

লালকেল্লার প্রাকার থেকে ৭৮তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী অনেকটা সময় ব্যয় করেন নারী সুরক্ষা নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, একথাও ঠিক যে এখন অপরাধীদের সাজা হচ্ছে। দৃষ্টান্তমূলক সাজাগুলির প্রচার হওয়া দরকার। যাকে অপধারীরা ভয় পায়।
প্রধানমন্ত্রী ভাষণে মেডিকেল শিক্ষায় আসন বৃদ্ধি নিয়ে বড় প্রতিশ্রুতি দেন। বলেন, আগামী পাঁচ বছরে দেশে এমবিবিএসের ৭৫ হাজার নতুন আসন চালু করা হবে। ছেলেমেয়েদের মোটা টাকা খরচ করে বিদেশে মেডিকেল শিক্ষার জন্য যেতে হচ্ছে। আমরা দেশেই তাদের শিক্ষার সুযোগ করে দিতে চাই।

প্রশঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দুই দেশ থেকেই বিপুল সংখ্যায় মেডিক্যাল পড়ুয়াদের দেশে ফেরাতে হয় সরকারকে। হালে বাংলাদেশে অস্থিরতা শুরুর পরও সে দেশে পড়তে যাওয়া ডাক্তারি পড়ুয়াদের দেশে ফেরাতে হয়।

এদিন লালকেল্লায় আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন গোটা দেশের যুব, আদিবাসী সম্প্রদায়, কৃষক ও মহিলারা। এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ৬ হাজার অতিথিকে। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতে শুরু করেন মোদী। প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো নাগরিকদের জন্য শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা লাভের আগে দেশবাসী শতবর্ষের দাসত্বের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছেন। ১৮৫৭ সালের আগেও আদিবাসী ক্ষেত্রে লড়াই করেছে স্বাধীনতার জন্য। দাসত্ব, অত্যাচারী শাসক, যন্ত্রণার পরও প্রায় ৪০ কোটি দেশবাসী স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। আমরা গর্বিত যে আমাদের শরীরে তাঁদের রক্ত বইছে। যদি সেদিনের ৪০ কোটি দেশবাসী দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করতে পারে তাহলে ১৪০ কোটি মানুষ কী করতে পারে তা বলার অপেক্ষা রাখে না। দেশবাসী যদি একসঙ্গে এগিয়ে চলি, যতই প্রতিবন্ধকতা আসুক, যতই অভাব থাকুক তবে বাধা পেরিয়ে আমরা লক্ষ্য অর্জন করতে পারব। বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করতে পারব। গড়তে পারব সমৃদ্ধ ভারত।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার ক্ষমতা রাখে ভারত। ‘ প্রধানমন্ত্রীর সংযোজন ‘বিশ্বে ভারতের মর্যাদা বেড়েছে। আমরা রাজনীতির স্বার্থে সংস্কার করি না। আমাদের কাছে জাতীয় স্বার্থ সর্বোচ্চ। আমার ভারত যেন মহান হয় এই সংকল্প নিয়ে আমরা পদক্ষেপ নিই।’

‘করোনায় সবচেয়ে দ্রুত টিকাকরণ হয়েছে ভারত। আগে শত্রুরা এসে সেনাকে মেরে চলে যেত এখন সেনা সার্জিকাল স্ট্রাইক করে, এয়ার স্ট্রাইক করে। ভারতীয়রা এখন গর্ববোধ করেন’ বললেন প্রধানমন্ত্রী। জলজীবন মিশনের গুনগান প্রধানমন্ত্রীর গলায়।

https://x.com/narendramodi/status/1823903068909355012?t=YjVPBZOiLzwr5urNpMNpeA&s=19

এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের আয় দ্বিগুণ হয়েছে। রপ্তানি বেড়েছে। বিদেশি মুদ্রা ভাণ্ডার বাড়ছে। বিকশিত ভারত মিশনের অন্যতম লক্ষ্য মানুষের জীবন সরকারের দখদারি কমানো। মানুষের জীবনযাত্রা সহজ করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। দেশবাসীর জন্য ১৫০০টিরও বেশি আইন বাতিল করা হয়েছে যাতে মানুষ সমস্যায় না পড়েন। এমন আইনও আমরা বাতিল করেছি যেগুলিতে ছোটখাটো ভুলের জন্য জেলের নিদান ছিল। ফৌজদারি আইন পরিবর্তন করা হয়েছে। প্রতি দলের প্রতিনিধিদের জীবনযাত্রা সহজ মিশনের দিকে পদক্ষেপ নিতে সাহায্য করার আহ্বান জানাই।’ প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল ‘সব কা সাথ, সব কা বিকাশের স্লোগান। সংহতির বার্তা দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘জাতপাত-বর্ণ-ধর্মের উঠে আজ ঘরে ঘরে হর ঘর তিরঙা উৎসবে পরিণত হয়েছে। মোদি বলেন, ‘প্রতি বছর ভারত থেকে ছাত্ররা ডাক্তারি পড়তে বাইরে যাচ্ছে। তাই এখন ১০ বছরে মেডিক্যালের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখে। আগামী ৫ বছরে মেডিক্যাল কলেজে ৭৫ হাজার নতুন আসন তৈরি করা হবে। শিশুদের জন্য জাতীয় পুষ্টি মিশন চালু হয়েছে।’

 

Previous articleR G Kar Hospital Incident রাতের রাজপথ মেয়েদের দখলে, কলকাতা থেকে বনগাঁ জেগে উঠেছে মিছিলে,স্লোগানে , মশালে :দেখুন ভিডিও
Next articleR G Kar Hospital Incidentদুষ্কৃতীদের তাণ্ডবে তছনছ আরজি করের জরুরি বিভাগ! ঘুরে দেখল দেশের সময়:দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here