PM Modi-Mary Millben: ‘শ্রেষ্ঠ নেতা মোদী’, তিন রাজ্যে বিজেপির জয়ের পর মার্কিন গায়িকার অভিনন্দন প্রধানমন্ত্রীকে

0
229

দেশের সময় ওয়েবডেস্কঃ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে রবিবার, তাতে তিন রাজ্যেই জয়ী হয়েছে বিজেপি। কেন্দ্রের শাসক দলের এই জয়ের পরই শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। এবার বিদেশ থেকেও এল শুভেচ্ছা। আফ্রিকান-আমেরিকান গায়িকা তথা অভিনেত্রী মেরি মিলবেন বিজেপির জয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

মার্কিন গায়িকা মেরি মিলবেন এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতে আজ নির্বাচনের ফলাফল বেরিয়েছে। বিজেপি রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তীসগঢ়ে জয়ী হয়েছে বিজেপি। ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপুল জয়েরই বার্তা দিয়েছে এই ফলাফল।”

প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে মিলবোর্ন লেখেন, “ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য উনি শ্রেষ্ঠ নেতা।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা শোনা গিয়েছিল আফ্রিকান-আমেরিকান গায়িকার গলায়। গত সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যখন আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র সদস্যপদ দেয় ভারত, তখনও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিলেন মিলবেন। সেই সময় ভিডিয়ো বার্তায় তিনি বলেছিলেন, “জি-২০তে আফ্রিকান ইউনিয়নকে সদস্য় হিসাবে অন্তর্গত করার প্রস্তাব দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ।”


গত জুন মাসে প্রধানমন্ত্রী মোদী যখন মার্কিন সফরে গিয়েছিলেন, সেই অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছিলেন মিলবেন ।

Previous articleFit Expo 2023 kicks off in the City of Joy
Next articleNarendra Modi:দেশের নারীশক্তি পাশে থাকলে জয় অবশ্যম্ভাবী,হিন্দি-ভূম জিতেই লোকসভার সুর বাঁধলেন মোদী, দিলেন ২৪-এ হ্যাটট্রিকের গ্যারান্টি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here