দেশের সময় ওয়েবডেস্কঃ রাজস্থানের বারমেরের ভিমরার কাছে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান মিগ ২১ বাইসন এ খবর সামনে আসতেই ফের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে। সূত্রের খবর, ভিমরার বাইতু থানার ভিমদা গ্রামে যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখানে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ। ভেঙে পড়ার পর আগুনও ধরে গিয়েছে বিমানটিতে।
বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। খবর পাওয়া মাত্রই ইথিমধ্যেই অকুস্থলে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। খবর পেয়ে গিয়েছেন জেলা কালেক্টর, পুলিশ সুপার এবং বায়ুসেনার আধিকারিকরা। তবে শেষ পাওয়া আপডেটে দুই পাইলটের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটনা তা এখনও জানা যায়নি।
At 9:10 pm this evening, an IAF MiG 21 trainer aircraft met with an accident in the western sector during a training sortie.
— Indian Air Force (@IAF_MCC) July 28, 2022
Both pilots sustained fatal injuries.
Deeply anguished by the loss of two Air Warriors due to an accident of IAF’s Mig-21 trainer aircraft near Barmer in Rajasthan. Their service to the nation will never be forgotten. My thoughts are with the bereaved families in this hour of sadness. https://t.co/avKi9YoMdo
— Rajnath Singh (@rajnathsingh) July 28, 2022