Picnic spot:বনগাঁ সীমান্তে নতুন পিকিনিক স্পট খোঁজ দিল দেশের সময়, বড় দিনের আগেই ভির জমাচ্ছেন অনেকেই: দেখুন ভিডিও

0
702
অর্পিতা বনিক, দেশেরসময়

শীতকাল মানে হিমেল পরশ গায়ে মেখে প্রিয়জনদের সঙ্গে নিয়ে একটু ঘুরে আসা বা পিকনিক।
বড়দিন আর খুব বেশি দূরে নেই। যিশু খ্রিস্টের আবির্ভাব দিবসের উৎসবে কচিকাঁচাদের সঙ্গে নিয়ে ঘুরে আসার জন্য আর নতুন আরও একটি জায়গার খোঁজ দিল দেশের সময় ৷

শীতের এই মরশুমের জন্য সুখবর। উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্তে বেসরকারী উদ্যোগ্যে তৈরি হয়েছে ঝাঁ চকচকে এই শিশু উদ্যান ও পিকনিক স্পট ৷ দেখুন ভিডিও :

বড়দিনের আগেই এই পার্কটির উদ্বোধন হয়েছে ৷ প্রায় ২৫ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই নতুন পার্কে প্রচুর মানুষ ভিড় করবে বলে আশা উদ্যোগতাদের।

উদ্যোগতরা জানান, কচিকাঁচাদেক কথা মাথায় রেখে দোলনা, বোটিং সহ নানাবিধ খেলনা পার্কে বসানো হয়েছে। উদ্যানের শোভা বাড়াতে রঙ বেরঙের ফুলের গাছ পার্ককে অন্য রূপ দিয়েছে। এর পাশাপাশি চায়ের আড্ডায় বসার জন্য ব্যবস্থাও রয়েছে। পার্কে আগত পর্যটক ও শিশুদের কথা মাথায় রেখে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও করা হয়েছে।

Previous articleJyotipriya Mallick : বনে গিয়েও ধান কিনতেন বালু,অরণ্য ভবন থেকে বালুর ৩০ কোটি টাকার সম্পত্তির নথি উদ্ধার হয়েছে, দাবি ইডি সূত্রে
Next articleBangaon News: বাংলাদেশের ওড়াকান্দির মন্দির এবার বনগাঁতেই, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল, রাজনীতি দেখছে বিজেপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here