দেশের সময়, কলকাতা: আলোকচিত্র ছাড়া সাংবাদিকতা কখনও সম্পূর্ণ হয় না। ইতিহাসই তার সাক্ষী। স্বাধীনতা দিবসের সময় থেকে শুরু করে বাংলাদেশ যুদ্ধ, বিহারের ভূমিকম্প, কলকাতার রায়ট, এছাড়া শহরের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা সেই সমস্তকিছুই আজ ইতিহাসের পাতায়। এসব মানুষ জানতেই পারত না যদি না তা সংবাদপত্রে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হত। সাংবাদিকতায় ঘটনার সত্যতার সাক্ষী রাখে একটি আলোকচিত্র। ইতিহাস অজানা রয়ে যায় আলোকচিত্র ছাড়া। সাংবাদিকতা পরিপূর্ণতা পায় আলোকচিত্রের মধ্যে দিয়েই।

কলকাতা শহরের সেই ইতিহাসকে ক্যামেরাবন্দী করেছেন যারা সেইসব আলোকচিত্রীরা একজোট হয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরিবহন দফতরের ময়দান টেন্টে শুক্রবার মিলিত হলেন। দেখুন ভিডিও
এদিন কলকাতার ফটোজার্নালিস্ট ক্লাবের উদ্যোগে প্রবীণ চিত্রসাংবাদিকদের সম্বর্ধনা প্রদানেরও একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় সেখানে। সম্বর্ধণা দেওয়া হয় আননদবাজার পত্রিকার প্রবীণ আলোকচিত্র সাংবাদিক নিখিল ভট্টাচার্য সহ তপন দাস এবং দেবী প্রসাদ সিনহাকে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার তিন প্রজন্মের আলোকচিত্রসাংবাদিকেরা।
এই অনুষ্ঠানে প্রবীণ চিত্রসাংবাদিকেরা তাদের বক্তব্যে তুলে ধরেন তাদের অভিজ্ঞতা, চিত্রসাংবাদিকতার সেকাল একাল। এছাড়াও কলকাতার চিত্রসাংবাদকিরা তাদের আর্কাইভ সংরক্ষণ এবং বিভিন্ন সমস্যা নিয়েও এদিন আলোচনা করেন।