PHOTOGRAPHY EXHIBITION:ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশন অব দমদম -এর উদ্যোগে চোখধাঁধানো আলোকচিত্রের মেলা

0
651

পিয়ালী মুখার্জি , কলকাতা: শিল্প বিভিন্ন মাধ্যমের পথে মানব সভ্যতার প্রশান্তি আর শান্তির জন্য নিস্তব্ধে সময়ের সঙ্গেই সতত পরিবর্তিত ও উন্নত হতেই থাকে।
১৯৫৭ সাল থেকে এই মন্ত্রকে পাথেয় করে আলোকচিত্র শিল্প কারিগর তৈরীর লক্ষে চলা শুরু ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশন অব দমদম -এর ৷

কলকাতায় এ পর্যন্ত ১১টি আন্তর্জাতিক ফোটোগ্রাফি সন্মেলন,৬৩ টি আন্তর্জাতিক স্যালোন আয়োজন ছাড়াও শিক্ষার্থীদের আলোকচিত্রের প্রদর্শনী হয়ে চলেছে। রবিবার থেকে কলকাতায় গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় বিভিন্ন উদ্ভাবনী বিষয়ের উন্নয়নের পথে সংস্থার ৪৬ তম আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। দেখুন ভিডিও :

এই প্রদর্শনীতে ৯২ জন নতুন ও অভিজ্ঞ আলোকচিত্র শিল্পীর ৯২ টি ছবি স্থান পেয়েছে গ্যালারিতে। গত ১৭ই জুলাই রবিবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাক্তন অধ্যাপিকা রঞ্জনা রায় সংস্থার সদস্য ও ছাত্র ছাত্রীরা। এই নান্দনিক বর্ণালী মেলায় প্রবীণদের পাশে নবীনদের সুযোগ করে দেওয়াই ফোটোগ্রাফি এসোসিয়েশন অফ দমদম (PAD) – এর উদেশ্য।

সংস্থার পক্ষ থেকে সুব্রত দত্ত তাঁদের ঐতিহ্য সম্পর্কে জানালেন নানা কথা। বর্তমান সময়ে দাঁড়িয়ে ছবির আঙ্গিক ও প্রযুক্তি নিয়ে বিভিন্ন ছবির তথ্য দিলেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী বিশ্বতোষ বাগচী।

সংস্থা ১৯৫৭ সাল থেকে আন্তর্জাতিক স্যালোন এর আয়োজন করে আসছে। ফ্রী ফোটোগ্রাফি কোর্স করানো থেকে ডিপ্লোমা ও পোস্ট ডিপ্লোমা সবটাই এখানে হয়ে আসছে ছবি কে ভালোবেসে। ইতিমধ্যে সদস্যদের ২৭ টি একক প্রদর্শনী হয়েছে।

এ বছর চারদিন ব্যাপী এই প্রদর্শনীর আযোজন হয়েছে, দর্শকদের জন্য গগনেন্দ্র প্রদর্শশালায় প্রতিদিন বিকাল ৩ টে থেকে ৮ টা পর্যন্ত খোলা থাকছে পেক্ষাগৃহের দরজা ৷ প্রদর্শনী চলবে আগামী ২০ জুলাই বুধবার পর্যন্ত৷

Previous articleDarjeeling : দার্জিলিং কি আপনার খুব প্রিয় জায়গা? কতবার গিয়েছেন গুণে বলতে পারবেন না! দার্জিলিংয়ের ইতিহাস জানা আছে কী? দার্জিলিং নামটি হল কীভাবে? জানুন
Next articleRain : বৃষ্টির অভাবে পাট জাগ দিতে পারছেন না বনগাঁর চাষিরা – দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here