বিশিষ্ট চিত্র সাংবাদিক দেশকল্যাণ চৌধুরী ২০০২ এবং ২০১০ সালে কাজের সূত্রে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান গিয়েছিলেন। সেই সময়ের কিছু ছবি দিয়ে ‘আফগানিস্তান: রুটি এবং যুদ্ধের গল্প’, শীর্ষক একটি আলোকচিএ প্রদর্শনীর আয়োজন করছেন।
পি- ৫৩৪, রাজা বসন্ত রায় রোডের কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্ট লিটারেচার এন্ড কালচারের গ্যালারিতে ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেল ৫.৩০ নাগাদ এই প্রদর্শনী উদ্বোধন করবেন এদেশের পাখতুন সম্প্রদায়ের নেত্রী ইয়াসমিন নিগর খান।
ছবির প্রদর্শনী চলাকালীন ওই হলেই ফটোগ্রাফিক বিষয় ভিত্তিক কয়েকটি আড্ডা এবং আলোচনা ও বিতর্কের পরিকল্পনাও রয়েছে।
নীচে সেই অনুষ্ঠানের সূচি রইল।
৪ঠা ফেব্রুয়ারি: বিকেল ৫.৩০।
উদ্বোধন করবেন সীমান্ত গান্ধীর প্রপৌত্রী, ভারতে পাখতুন সম্প্রদায়ের সভানেত্রী, ইয়াসমিন নিগর খান। উপস্থিত থাকবেন বিশিষ্ট আলোকচিত্রী বিশ্বতোষ সেনগুপ্ত, তপন দাস, বিকাশ দাস প্রমুখ।
সঞ্চালক: দেবাশীষ বিশ্বাস।
৫ ফেব্রুয়ারি: বিকেল ৫.৩০।
আলোচনা, আড্ডা।
বিষয়: ক্যামেরা চোখে যেমন দেখেছি আফগানিস্তান।
বক্তা: শৈবাল দাস, জয়ন্ত সাউ, দিব্যাংশু সরকার।
সঞ্চালক: দেশকল্যাণ চৌধুরী।
৬ ফেব্রুয়ারি, বিকেল ৫.৩০।
আলোচনা, জিজ্ঞাসাবাদ।
বিষয়: আফগান সমাজ: মহিলা জীবন জীবিকা।
বক্তা: বিশিষ্ট সাংবাদিক প্রণয় শর্মা, এবং কাবুলে কর্ম সূত্রে যুক্ত পরিবেশ কর্মী রুশাতি দাশ।
সঞ্চালনায় : বিশিষ্ট সাংবাদিক স্বাতী ভট্টাচার্য।
৭ ফেব্রুয়ারি, বিকাল ৫.৩০।
আলোচনা, আড্ডা।
বিষয়: চিত্রসাংবাদিকতার চ্যালেঞ্জ, একাল সেকাল।
বক্তা: বিকাশ দাস, কৃষ্ণা রায়, সুখময় সেন,
সঞ্চালক: দেবীপ্রসাদ সিংহ।
৮ ফেব্রুয়ারি, বিকাল ৫.৩০।
আড্ডা এবং আড্ডা, সমাপ্তি।