অর্পিতা বনিক,বারাসত: বুধবার গোটা রাজ্যজুড়ে পথে নামেন হাজার-হাজার মানুষ। একটাই দাবি তিলোত্তমার ন্যায় বিচার। সারা রাজ্যে মানুষ যখন প্রতিবাদে ব্যস্ত, ঠিক সেই সময় প্রতিবাদ মিছিলে আসা মহিলাদের কটুক্তি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক যুবক।
গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই বারাসত ডাকবাংলা মোড়েও বহু মানুষের জমায়েত করছিলেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’-এ গমগম করছে বারাসত শহরের প্রাণকেন্দ্র। ঠিক সে সময়েই মদ্যপ এক ব্যক্তি মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করেন বলে অভিযোগ ওঠে। প্রতিবাদ করতে গেলে প্রতিবাদী যুবককে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। দেখুন ভিডিও
জানা গিয়েছে, বুধবার রাতে বারাসত ডাকবাংলা মোড় থেকে প্রতিবাদ মিছিলে শেষের কিছুটা আগেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন দু মহিলা। তাঁদের মধ্যে একজনের ছেলে নিতে আসেন। যুবকের দাবি, তিনি এশে দেখেন এক মদ্যপ্য ব্যক্তি অশ্লীল ভাষায় কটুক্তি করছে তাঁর মা ও সঙ্গে থাকা আরও এক মহিলাকে।
প্রতিবাদ করেন যুবক। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মারধর করে তাঁকে। এবার দুই মহিলা প্রতিবাদ করতে গেলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যরা ঠেকাতে গেলে তাঁদেরকেও গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ।
এরপরে ছুটে গিয়ে পুলিশকে অভিযোগ জানায় ওই যুবক। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বারাসত থানায় নিয়ে যায়। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি। গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।