Partha Chatterjee: নিশানায় পার্থকে রেখে জুতো ছুড়ে মারলেন মহিলা!বঙ্গ রাজনীতিতে বেনজির দৃশ্য

0
795

দেশের সময় ওয়েবডেস্কঃ মেডিক্যাল টেস্ট শেষে জোকা ইএসআই হাসপাতাল থেকে বাইরে বেরতেই বিপত্তি!

পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুড়ে মারলেন এক মহিলা। মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখান থেকে ফেরার পথে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মহিলা। যদিও জুতো পার্থবাবুর গায়ে লাগেনি।

একটি নয়, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে নিজের পা থেকে খোলা দুটি জুতোই ছুড়ে মারেন ওই মহিলা। তিনিও জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতেই এসেছিলেন। তিনি যখন এসেছিলেন তখনই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছিল গারিতে তুলে। তাঁকে দেখে ক্ষেপে যান ওই মহিলা। নিজের পা থেকে জুতো খুলে পরপর ছুড়ে দেন গাড়ির দিকে। অবশ্য পার্থ তখন গাড়ির ভিতরে। তাঁর গায়ে কিছুই লাগেনি।

জানা গেছে, যে মহিলা পার্থর দিকে জুতো ছুড়ে মেরেছেন তাঁর নাম শুভ্রা ঘোড়ুই। আমতলায় তাঁর বাড়ি। জোকার রাস্তায় এমন একটা কাণ্ড ঘটানোর পর তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। শুভ্রা তাঁদের প্রশ্নের মুখে বলেন, জুতো গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মাথায় লাগলে তিনি শান্তি পেতেন।তিনি আরও বলেন, ” এত-এত গরিব মানুষের এত -এত টাকা মেরে ওরা ফ্ল্যাট কিনছে! ছিঃ! আর সরকার ওকে এসি গাড়িতে চরাচ্ছেন!  হুইলচেয়ারে করে হাসপাতালে ঢুকছে! ”

ওই মহিলার ছোড়া জুতোটি পার্থ চট্টোপাধ্যায়ের গাড়িতে লেগেই পড়ে যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ানোর পর থেকেই তাঁর বিরুদ্ধে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জোকার রাস্তায় এদিন তারই প্রতিফলন দেখা গেল বলে মনে করা হচ্ছে।

আদালতের নির্দেশ অনুসারে ৪৮ ঘণ্টা তফাতে মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই মতো মঙ্গলবার সকালে দু’জনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে আসা হয় ইএসআই হাসপাতালে! এদিন হুইলচেয়ারে করে হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নে নীরবই থাকলেন রাজ্যের সদ্য অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও এর আগে স্বাস্থ্য পরীক্ষা করতে এসে সরব হয়েছেন পার্থ! কখনও বলেছেন, ”আমি ষড়যন্ত্রের শিকার’, কখনও বা বলেছেন ‘ টাকা আমার নয়।”

Previous articleHar Har Shambhu Shiv Mahadeva: ‘হর হর শম্ভু’ গানে মন কেড়েছেন আট থেকে আশির!সেই গায়ক আসলে কে? জানুন
Next articleSuvendu Adhikari meets Amit Shah : শাহি-বৈঠকে শুভেন্দুর ১০০ নামের তালিকা ঘিরে বাড়ছে জল্পনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here