Parliament : রাতভর সংসদের বাইরে ধরনায় ইন্ডিয়া-র সাংসদরা , অচলাবস্থা কাটাতে এবার আসরে নামলেন মোদী-শাহ

0
387

দেশের সময় ওয়েবডেস্কঃসোমবার রাত ১১টা নাগাদ ‘ইন্ডিয়া ফর মণিপুর’ প্ল্যাকার্ড হাতে কংগ্রেস এবং আপ সাংসদদের দেখা যায় সংসদ ভবনের বাইরে অবস্থানে বসতে। গোটা রাত গান্ধী মূর্তির পাদদেশেই কাটান তাঁরা।

রাতভর সংসদের বাইরে ধরনায় বিরোধী দলের সাংসদরা। সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে চলছে তাঁদের অবস্থান। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি চাইছে ইন্ডিয়া জোট। আড়াই মাসের বেশি সময় ধরে কেন অগ্নিগর্ভ মণিপুর? অশান্তি থামানোর জন্য কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? জবাব দিক প্রধানমন্ত্রী। দাবি ইন্ডিয়া জোটের।

রাজ্যসভা এবং লোকসভায় মণিপুর নিয়ে যৌথ বিবৃতি দিক নরেন্দ্র মোদী, তা কেন্দ্র চাইছে না। এমনটাই মন্তব্য করেছেন ইন্ডিয়া জোটের সাংসদদরা। আর তাই বাদল অধিবেশন মুলতুবি হচ্ছে বারবার। ২৬৭ ধারা মেনে কোনও বাধা ছাড়াই দিনভর সংসদের দুই কক্ষে মণিপুর নিয়ে আলোচনা এবং বিতর্ক চাইছেন বিরোধীরা।

রাতভর ধরনায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও।
এ প্রসঙ্গে দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে বলেন, “আপ সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করা হয়েছে। এর প্রতিবাদেও ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদরা একসঙ্গে সামিল হয়েছেন। বাদল অধিবেশনের বাকি দিনগুলিতেও এই ইস্যুতে প্রতিবাদ জানাব আমরা। আমাদের একটাই দাবি, মণিপুর নিয়ে সংসদে বিবৃতি দিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।” তিনি আরও বলেন, “দফায় দফায় ইন্ডিয়া জোটের সাংসদরা এই গান্ধী মূর্তির পাদদেশে বসব।”

মঙ্গলবার সকালে সাসপেন্ড হওয়া আপ সাংসদ সঞ্জয় সিং সংসদ ভবন চত্বরে অবস্থানে বসার একটি ছবি পোস্ট করেছেন।

বাদল অধিবেশনের শুরু থেকেই উত্তাল সংসদের দুই কক্ষ। মণিপুর ইস্যুতে বিরোধীদের হই-হট্টগোলে বারবার মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। এই পরিস্থিতি মোকাবিলায় এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah) স্বয়ং। আজ, মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগে একদিকে সিনিয়ার ক্যাবিনেট সদস্যদের নিয়ে নিজের বাড়িতে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে, সংসদ ভবনে শুরু হয়েছে বিজেপির সংসদীয় দলের বৈঠক। এই বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।

সূত্রের খবর, বিরোধীদের বিরোধীতা সত্ত্বেও অধিবেশন চালাতে চায় কেন্দ্রীয় সরকার। বিরোধীরা হট্টগোল করলে আলোচনা ছাড়াই বিল পাস করাতে চায় কেন্দ্র। এই অধিবেশনে দিল্লি অর্ডিন্যান্স, ডেটা সুরক্ষা-সহ মোট ৩১টি বিল পাশ করানোর কথা রয়েছে। কিন্তু, বাদল অধিবেশনের প্রথম দিন থেকে যেভাবে বিরোধীদের হই-হট্টগোলে বারবার মুলতুবি হয়ে যাচ্ছে সংসদ, এভাবে চললে কোনও বিল পাশ করা সম্ভব হবে না। তাই বিরোধীদের ঠেকাতে সাতসকালেই আলাদাভাবে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন সকালে অধিবেশন শুরুর আগে সংসদের অচলাবস্থা কাটানোর বিষয়ে আলোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী সহ সিনিয়ার ক্যাবিনেট সদস্যদের নিয়ে নিজের বাড়িতে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কীভাবে বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভ ঠেকানো যায় এবং সুষ্ঠুভাবে অধিবেশন চালানো যায়, সেটা নিয়েই আলোচনা হয় বৈঠকে।

জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সিনিয়ার নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেলা সাড়ে ৯টা নাগাদ সংসদ ভবনে শুরু হয়েছে বিজেপির সংসদীয় দলের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই বৈঠকে বিজেপির সমস্ত সাংসদরা উপস্থিত রয়েছেন। মূলত, বিরোধীদের ঠেকাতে বিজেপির রণকৌশল কী হবে, পরবর্তী স্ট্রাটেজি কী নেওয়া হবে, সেটা এই বৈঠকে  স্পষ্ট করে দেওয়া হবে।

এদিকে, সরকার মণিপুর নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে লোকসভায় জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অমিত শাহ বলেন, “প্রথম দিন থেকে মণিপুর নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত। তা সত্ত্বেও বিরোধীরা কেন আলোচনায় অংশ নিতে চাইছেন না, তা নিয়ে বিস্মিত আমি। আমার মনে হয় সত্যিটা সকলের জানানো উচিত।”

Previous articleBishnu Pada Ray Demise: বিধানসভা অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ, জীবনাবসান বিধায়ক বিষ্ণুপদ রায়ের,টুইটে শোকপ্রকাশ শুভেন্দুর
Next articleWeather Update : দুই ঘূর্ণাবর্তের চোখ রাঙানি! গরম থেকে রেহাই দিতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here