দেশের সময় : একের পর এক সাজানো প্লাস্টিকের ব্যাগ। আপাত ভাবে দেখে মনে হবে ফেরিওয়ালা। সুপারহিট ছায়াছবি ‘পুষ্পা’য় নায়ককে দেখা গিয়েছিল দুধের ট্যাঙ্কারের নীচে চন্দনকাঠ লুকিয়ে পাচার করতে। ঠিক সে ভাবেই সাধারণ প্লাস্টিকের ব্যাগের ভিতরে সযত্নে লুকিয়ে রাখা হচ্ছে বিপুল পরিমাণ ফুচকার লেচি ৷ তারপর সুযোগ বুঝে পেট্রাপোল সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে তা চলে যাচ্ছে ওপার বাংলার বাজারে ৷ সূত্রের খবর বাংলাদেশে বেশ চড়া দামে বিক্রি হওয়ায় রমরমিয়ে চলছে ফুচকা পাচারের কাজ ৷
ফুঁচকা পাচারকারী কি বলছেন দেখুন ভিডিও
ফুচকা- এই নামটা শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। গোল, মুচমুচে বলের পেটে ঝাল ঝাল আলু, টক জলের স্নান সেরে যখন জিভের ডগায় পৌঁছায়…আহ! একেবারে স্বর্গ। বাংলার ৯০ শতাংশ মানুষের প্রিয় মুখরোচক খাবার ফুচকা। আর এই ফুচকার উপর নির্ভর করেই রুজিরুটি চলে বহু মানুষের।
এবার সেই ফুঁচকা বিক্রেতারাও সমস্যায় পড়েছেন বলে জানা যাচ্ছে৷ অনেকেই৷ তাঁদের অভিযোগ বিগত এক বছরধরে ফুঁচকার লেচি ঠিক মত পাওয়া যাচ্ছেনা ৷