Panchayat Election: বনগাঁয় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে রজনীগন্ধার মালার মধ্যে বোমা, সঙ্গে সাদা থান,হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
511

দেশের সময়, বনগাঁ: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দু’দিন আগেও অশান্তি-হিংসা-হুমকির চেনা ছবি বদলাল না বাংলায়।

সাতসকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় জল দিতে বেরিয়েছিলেন। তখনই দেখেন দরজার সামনে রাখা সাদা থান। পাশে রাখা রজনীগন্ধা ফুলের মালা আর তিনটে তাজা বোমা। বিজেপি প্রার্থীর বাড়িতে সামনে সাদা থানা ও তাজা বোমা ফেলে রেখে যাওয়ার অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর ঘাটবাওর গ্রামে।হুমকির অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে।

কালমেঘাতে বনগাঁ ব্লকের ২০ নম্বর আসনের বিজেপির বনগাঁ পঞ্চায়েত সমিতির প্রার্থী আশিস মণ্ডলের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ও জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল । এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততইএকের পর এক হিংসার ঘটনা সামনে আসছে। এই ধরনের ঘটনা প্রচ্ছন্ন হুমকি বলেই দাবি বিরোধী নেতৃত্বের।

রাজ্যে বাম আমলের প্রথম দিকে এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। বাম জমানার সেই ‘রীতি’ যেন আবারও ফিরে এসেছে। এর আগেও বাম সমর্থিত নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থানা ফেলার অভিযোগ উঠেছে। সঙ্গে অবশ্য ছিল মিষ্টির প্যাকেটও।

ঘটনা হল, এবারের পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে মনোনয়ন পর্বজুড়ে এমন একাধিক হুমকি-হুঁশিয়ারির ঘটনার কথা জানা গিয়েছে। গত মাসে যেমন, মনোনয়ন পর্ব শেষ হতেই জেলায় জেলায় মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর মধ্যে জয়নগরে বাম সমর্থিত নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান পাঠানোর খবর ছড়ায়। হুমকি পোস্টার পড়ে মুর্শিদাবাদের রানিনগরে। আবার গত মাসের শেষ দিকেই,সবংয়ে বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে হইচই পড়ে যায়।মৃত, বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

গেরুয়া শিবিরের দাবি, দীপককে বার বার হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি সাদা থানও পাঠানো হয়েছিল। পঞ্চায়েত ভোটের মুখে শাসকদলের কাছে মাথা নত না করাতেই এই খুন, অভিযোগ করেছিল বিজেপির। তৃণমূল অবশ্য সেই দাবি উড়িয়ে দেয়। 

পঞ্চায়েত ভোটের বাকি আর দু’দিন। তার আগেও যে ভাবে রাজ্যের নানা প্রান্তে হিংসার খবর শোনা যাচ্ছে, তাতে আশঙ্কার চোরাস্রোত সাধারণ বাসিন্দাদের মধ্যে। স্রেফ হুঁশিয়ারি নয়, উত্তর ২৪ পরগনারই অশোকনগরের বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শ্যামল দাসকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গত কাল রাতে বাড়িতে ঢুকে মাথায় বন্দুকের বাঁট দিয়ে মেরে প্রথমে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। পরে ধারাল অস্ত্র নিয়ে কোপানোও হয় তাঁকে। এতেই শেষ নয়। জখম শ্যামলকে বিবস্ত্র করেছিল দুষ্কৃতীরা, অভিযোগ এমনই। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আপাতত তিনি হাসপাতালে ভর্তি। অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 

Previous articleWeather Update: আজ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন আবহাওয়ার আপডেট
Next articleSourav Ganguly:ফের রহস্য জনক-টুইট মহারাজের !জন্মদিনে বড় ঘোষণার অপেক্ষায় সৌরভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here