Pahalgam কাশ্মীরে পাক লস্কর-জঙ্গি আসিফের বাড়ি গুঁড়িয়ে দিল সেনা! বান্দিপোরায় লুকিয়ে জঙ্গিরা, চলছে গুলির লড়াই

0
23

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সেই মতোই জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজ়িপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। পাল্টা আক্রমণ করে সেনাও।সেনার গুলিতে কত জন জঙ্গি ঘায়েল হয়েছে, তা জানা-না গেলেও জানা গিয়েছে সেনার কেউ হতাহত হননি।

সেনা সূত্রে খবর, বান্দিপোরার ওই এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে— এই মর্মে খবর এসেছিল। তার পরেই ওই এলাকাকে ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। ওখানে কত জন জঙ্গি লুকিয়ে, তা এখনও স্পষ্ট নয়।

এরই মধ্যে পহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার মূল অভিযুক্ত লস্কর-ই-তইবার জঙ্গি আসিফ শেখের বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী।পহেলগাম হামলায় যে জঙ্গিদের পরিচয় ও ছবি সামনে এসেছে, আসিফ শেখ তাদের অন্যতম। 

অন্য দিকে, শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এখনও পর্যন্ত ভারতের দিকে হতাহতের কোনও খবর নেই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এই আবহে ওয়াঘার ও পারে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর আসছে। প্রস্তুত রয়েছে ভারতও।

এই সীমান্ত সংঘর্ষের কয়েকদিন আগেই পহেলগাঁওয়ে একটি জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। তদন্তে উঠে এসেছে লস্কর-ই-তবার যোগসূত্র। লস্করের শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট (TRF) হামলার দায়ও নিয়েছে। এই ঘটনার পরই দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

এর মধ্যেই পহেলগাম হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে সন্দেহভাজন লস্কর জঙ্গি আসিফ শেখের কাশ্মীরের বাড়ি নিরাপত্তা বাহিনী গুঁড়িয়ে দেয়। জঙ্গি ও তাদের আশ্রয়দাতাদের যে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা করেছে কেন্দ্র, তারই যেন পদক্ষেপ করা শুরু করল সেনা।

পহেলগাম হামলার পরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট সিকিউরিটি কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ধু চুক্তি স্থগিতের। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘প্রত্যেক জঙ্গিকে ও তাদের মদতদাতাদের খুঁজে বার করে চিহ্নিত করা হবে, এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’

এই পরিস্থিতিতে সীমান্তে গোলাগুলির পাশাপাশি, সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইও শুরু হয়েছে বান্দিপোরার কুলনার বাজিপোরা এলাকায়। ওই অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তার পরই শুরু হয়েছে গুলির লড়াই।

ইতিমধ্যেই বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার কার্যত স্বীকার করেছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় গাফিলতি ঘটেছিল। প্রশাসনের অজান্তে স্থানীয় ট্যুর অপারেটররা পর্যটকদের জন্য রুট খুলে দেওয়াতেই পহেলগামে হামলার সুযোগ তৈরি হয়।

সরকারের তরফে জানানো হয়, প্রতি বছর জুন মাসে অমরনাথ যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই রুট পর্যটকদের জন্য খোলা হয়। কিন্তু এবার স্থানীয় পর্যটন সংস্থাগুলি প্রশাসনকে না জানিয়ে আগেই, অর্থাৎ ২০ এপ্রিল থেকেই, পর্যটক বুকিং নিতে শুরু করে। এতে প্রশাসন নিরাপত্তা বাহিনী মোতায়েনের সুযোগ পায়নি।

এই পরিস্থিতিতে পহেলগাম নিয়ে সীমান্ত উত্তেজনার পাশাপাশি ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। যেমন পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টাদের ভারত থেকে বহিষ্কার করা হয়েছে, ৬০ বছরেরও পুরনো সিন্ধু জলচুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানও এইসব সিদ্ধান্তকে কেন্দ্র করে পাল্টা হুমকি দিয়েছে যে, তারা ভারত-পাকিস্তানের মধ্যে থাকা সমস্ত চুক্তি, এমনকি ১৯৭২ সালের সিমলা চুক্তিও স্থগিত করতে পারে। এই সিমলা চুক্তিই বর্তমানে কাশ্মীর ও লাদাখ অঞ্চলে নিয়ন্ত্রণরেখার বৈধ ভিত্তি।

Previous articleIndia-Pakistan Firing: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে সেনাঘাঁটি লক্ষ্য করে রাতভর গুলি চালাল পাকিস্তান , পাল্টা জবাব দিচ্ছে ভারতের সেনাও
Next articleAltaf Lalli killed কাশ্মীরের বান্দিপোরায় ‘মোস্ট ওয়ান্টেড’ লশকর কমান্ডার আলতাফ সেনার গুলিতে নিকেশ,হামলায় ধ্বংস অভিযুক্ত দুই লস্কর জঙ্গির বাড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here