P Chidambaram: ‘আপনি মমতা ব্যানার্জীর দালাল’, চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ কলকাতা হাইকোর্টে

0
801

দেশের সময় ওয়েবডেস্কঃ মেট্রো ডেয়ারি মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করতে এসে তাড়া খেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এক মহিলা আইনজীবী তাঁকে তৃণমূলের দালাল বলে তাঁর সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

রাজ্য সরকারের হয়ে মামলা লড়তে এসে কংগ্রেসি আইনজীবীদের তুমুল বিক্ষোভের মুখে পড়তে হল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে । মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে অধীর চৌধুরীর দায়ের করা মামলার শুনানি ছিল এদিন। সেই মামলা রাজ্য সরকারের হয়ে লড়তে এসেছিলেন চিদম্বরম।

এদিন দেখা যায়, কালো কোট গায়ে দিয়ে চিদম্বরম যখন হাইকোর্ট চত্বরে হাঁটছেন তখন তাঁকে কার্যত ছেঁকে ধরেছেন কংগ্রেসি আইনজীবীরা। চিদম্বরমের উদ্দেশে তাঁদের বলতে শোনা যায়, “আপনি মমতা ব্যানার্জির দালাল। এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর আপনি মানুষের টাকা নিয়ে রাজ্য সরকারের দালালি করতে এসেছেন।”

এই কথা যখন চিদম্বরমের উদ্দেশে বলা হচ্ছে তার মধ্যে থেকেই স্লোগান ওঠে ‘গো ব্যাক চিদম্বরম।’

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির মামলায় এর আগে স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআই বলেছিল, আদালতের নির্দেশ থাকলে তারা তদন্ত করতে প্রস্তুত। মেট্রো ডেয়ারির শেয়ার সস্তায় বিক্রি করে দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। 

২০১৮ সালে এই মামলা করা হয়েছিল। অভিযোগ, কয়েকশ কোটি টাকার ক্ষতি করে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে। নামমাত্র দামে সিঙ্গাপুরের সংস্থা তা কিনে নিয়েছে। মেট্রো ডেয়ারির প্রায় ৪৭ শতাংশ শেয়ার এভাবে ঘুরপথে বিক্রি করার অভিযোগ তোলা হয়েছিল।

ইতিমধ্যেই হাইকোর্টে সিবিআই নিজের অবস্থান স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, আদালতের নির্দেশ পেলেই তারা মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির মামলায় তদন্ত করতে প্রস্তুত।

Previous articleWeather Update: নিম্নচাপ বাড়াচ্ছে চিন্তা, আজও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
Next articleAmit Shah: আজ দুপুরে বনগাঁয় আসছেন অমিত শাহ, তাঁর কাছে বিভিন্ন সমস্যার কথা জানাবেন বিজেপি বিধায়কেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here