Noida: নয়ডায় গাড়ির উপর উল্টে গেল ট্রাক, চারজনের মৃত্যু

0
338

দেশের সময়: দিল্লি-জয়পুর হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির উপর উল্টে গেল ট্রাক। চাপা পড়ে মৃত্যু হল চালক সহ গাড়িতে থাকা চারজনের। গুরুতর জখম আরও দু’জন। মঙ্গলবার রাত দু’টো নাগাদ গুরগাঁওয়ের কাছেই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশের ডিভাইডারে উঠে যায়। তার পরই সেটি একটি গাড়ির উপর উল্টে যায়। গাড়িতে মোট ছ’জন ছিলেন। তার মধ্যে দু’জন মহিলা। তাঁরা উদয়পুর থেকে নয়ডা ফিরছিলেন।

মৃতদের মধ্যে গাড়ির চালক ছাড়াও রয়েছেন একজন মহিলা, দু’জন পুরুষ। জখমদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃত ও জখমদের পরিবারকে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গাড়িতে থাকা যাত্রীরা নয়ডায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন বলে জানিয়েছে পুলিশ।

Previous articleUttar Pradesh :ঠিক যেন সিনেমার দৃশ্য, আদালতের সামনেই গুলিতে ঝাঁঝরা খুনে অভিযুক্ত
Next articleCM Mamata Banerjee: দিদির গায়ে ইস্টবেঙ্গল-শাড়ি! রাজ্যে হবে স্পোর্টস ইউনিভার্সিটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here