দেশের সময় ওয়েবডেস্কঃ : নিউইয়র্কের ব্রুকলিন সাবওয়ে স্টেশনে হঠাৎ হানা দিল বন্দুকবাজরা । স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।
BREAKING NEWS: Officials now say that multiple people were shot at a subway station in Brooklyn and that there are no active explosive devices. Watch News 12 for LIVE updates.
— Elly Morillo (@ellymorillotv) April 12, 2022
•••#BreakingNews #Brooklyn #BK #News12BK @News12BK @News12BX pic.twitter.com/dDlfgyvkyW
ইতিমধ্যে আহতদের ছবি সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। ওই সময়ে সাবওয়ে স্টেশনে যাঁরা ছিলেন তাঁরা আড়াল থেকে অনেকে ছবি বা ভিডিও তুলেছেন। টুইটারে তা পোস্ট করতে শুরু করেছেন তাঁরা।
Several people were shot and wounded in a possible explosion inside a subway station in Brooklyn https://t.co/QiWXfkPjyv pic.twitter.com/8gTitomlp6
— Bloomberg Quicktake (@Quicktake) April 12, 2022
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত চলছে। বন্দুকবাজেরা এখনও এলাকায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ব্রুকলিনের ফোর্থ অ্যাভেনিউ এবং থার্টি সিক্সথ স্ট্রিট এড়িয়ে চলাই ভাল। সেই সঙ্গে পুলিশ জানিয়েছে, কোনও সক্রিয় বিস্ফোরক বা সেই ধরনের ডিভাইস পাওয়া যায়নি।
Multiple people shot at 36 street station by two people in #sunsetpark. All are currently being transported to the hospital #NewYork #Brooklyn pic.twitter.com/3Va2iXf0JQ
— Derek French Photo (@derekcfrench) April 12, 2022
নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ এই হামলা হয়েছে বলে খবর। ব্যস্ত শহর তখন সবে শুরু করেছে দিনের কাজকর্ম। হামলার জেরে পরিবহণ স্তব্ধ হয়ে গেছে।
টুইটারে যে ভিডিও ও ছবি পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে চারদিক রক্তে ভেসে গেছে। আহতদের সাহায্যে এগিয়ে এসেছেন অন্যান্যরা। ভিডিওতে ধোঁয়াও দেখা গেছে যা থেকে মনে হচ্ছে ঘটনাস্থলে কিছু পুড়ছে। এটা কোনোও জঙ্গি হামলা কিনা তা এখনও অফিসিয়ালি বলা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকে সেদিকেই ইঙ্গিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূল অভিযুক্তের পরনে ছিল কনস্ট্রাকশন ওয়ার্কারের পোশাক এবং মুখে ছিল গ্যাস মাস্ক।
ÉTAT-UNIS 🇺🇸 Fusillade dans la station de métro 36th Street de #SunsetPark de #Brooklyn, à New York. Au moins 13 blessés donc 5 transportés à l'hôpital. Un individu portant un masque à gaz et une veste orange de construction est activement recherché. pic.twitter.com/7GjwSQ9UaN
— E. David Benaym (@benaym) April 12, 2022
আমেরিকায় বন্দুকবাজের দৌরাত্ম্য অবশ্য নতুন নয়। মাঝেমধ্যেই ছোটখাটো হামলার কথা শোনা যায়। সেখানে ঘরে ঘরে বন্দুক রাখতে পারেন দেশের নাগরিকরা। বন্দুক হামলা প্রায়ই হয়। এদিন প্রকাশ্য দিবালোকে যেভাবে ১৩ জনকে ঘায়েল করল বন্দুকবাজ তা নজিরবিহীন।