Nasik Bus Accident: ভোররাতে বসে আগুন! প্রাণ বাঁচাতে বাস থেকে ঝাঁপের চেষ্টা যাত্রীদের, মৃত অন্তত ৮

0
468

দেশের সময় ওয়েবডেস্কঃ রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলছে বাস। শনিবার ভোরে মহারাষ্ট্রের নাসিকে একটি বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত ৮ জন নিহত হয়েছে। বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলেও পুলিশ সূত্রে খবর। বাসে আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্রের খবর, যাত্রিবাহী বাসটি ঔরঙ্গাবাদ রোড ধরে যাচ্ছিল। ইয়াভাতমাল থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে সংঘর্ষের পর বাসটি ৫০-৬০ ফুট খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়।

দাউদাউ করে জ্বলতে শুরু করে বাস। জানলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন যাত্রীরা। এভাবে বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসে প্রায় ৩০ থেকে ৩২ জন ছিলেন।

নাসিক পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৫.১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে। এখনও অবধি ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Previous articleE-Rupee:এবার ডিজিটাল টাকা শুরু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক
Next articleDurga Puja Carnival 2022: দুর্গাপুজো ‘কার্নিভাল’ ঘিরে সাজছে রেড রোড থাকছে ৯৫ পুজো কমিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here