Narendra Modi At Varanasi : ‘আক্কেলজ্ঞান নেই!’ নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ মোদীর

0
150

দেশের সময় ওয়েবডেস্কঃ সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন বারাণসীতে পৌঁছন রাহুল গান্ধী। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘উত্তর প্রদেশের যুব সম্প্রদায় মাদকাসক্ত। আমি দেখলাম এখানে বাজনা বাজছে আর যুবরা রাস্তা নেশা করে পড়ে রয়েছে। রাতের নিষিদ্ধ মাদক দ্রবে বুঁদ বারাণসীর যুব সমাজ।’ তাঁর এই মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল রাজধানীতে।

এবার সরব হলেন খোদ প্রধানমন্ত্রী তথা বারাণসী কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘যাদের নিজেদের হুঁশ নেই, তাঁরা আবার উত্তর প্রদেশের যুবকদের মাদকাসক্ত বলছে।’ বেনারস নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর ।

শুক্রবার নিজের কেন্দ্রে পৌঁছন নরেন্দ্র মোদী। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাহুল গান্ধীর প্রসঙ্গ উত্থাপন করেন। নাম করা করেই রাহুলের মন্তব্যের কড়া নিন্দা করে মোদী বলেন, ‘যারা আমার কাশীর সন্তানদের মদ্যপ বলছে তাঁদের নিজেদেরই কোনও আক্কেলজ্ঞান নেই।’ তাঁর সংযোজন, ‘কংগ্রেসের শাহী পরিবারের যুবরাজ আমার বারাণসীর মাটির মানুষদের অসম্মান করেছেন। এটা কী ধরণের অভদ্র ভাষা! দু’দশক ধরে এরা নরেন্দ্র মোদীকে গালাগাল করে এসেছে। এবার আমার উত্তর প্রদেশের যুব সম্প্রদায়কেও অপমান করছে। এই অসম্মান আমরা ভুলব না। ইন্ডিয়া জোট যেভাবে উত্তর প্রদেশের মানুষকে নিয়ে ভাষা প্রয়োগ করছে, তা মেনে নেওয়া যায় না।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্ন, ‘এটাই কি ওদের বাস্তব? পরিবারতান্ত্রিক ওই দল যুব সম্প্রদায়ের গুণাবলীকে ভয় পাচ্ছে? আসলে ওরা কাশী এবং অযোধ্যার নবরূপ মেনে নিতে পারেনি তাই জন্য এ ধরণের আক্রমণ।’ কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, ‘পরিবাবাদের জন্য উত্তর প্রদেশ দু’দশকেরও বেশি সময় ধরে পিছিয়ে ছিল। দুর্নীতি, তোষণের রাজনীতি চলত এখানে। প্রতি নির্বাচনের আগে বিরোধীরা এককাট্টা হন। কিন্তু, নেট রেজাল্ট জিরো। তারপরই তারা আলাদা হয়ে যায় এবং একে অপরকে আক্রমণ করতে শুরু করেন।’

আসন্ন লোকসভা নিয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী বলেন, ‘গোটা দেশ এই সময় মন থেকে মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করছে। উত্তর প্রদেশের মানুষও তাই। এ রাজ্যেও NDA-ই জিতবে।’ তিনি আরও বলেন, ‘সরকারের এই তৃতীয় টার্ম হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন বারাণসীতে পৌঁছন রাহুল গান্ধী। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘উত্তর প্রদেশের যুব সম্প্রদায় মাদকাসক্ত। আমি দেখলাম এখানে বাজনা বাজছে আর যুবরা রাস্তা নেশা করে পড়ে রয়েছে। রাতের নিষিদ্ধ মাদক দ্রবে বুঁদ বারাণসীর যুব সমাজ।’ তাঁর এই মন্তব্য নিয়ে সরব হন স্মৃতি ইরানিও।

Previous articleSandeshkhali: রাজীব কুমার ফিরতেই নয়া উত্তাপ সন্দেশখালিতে ,গাছের গুঁড়ি দিয়ে পুলিশের পথ আটকালেন গ্রামবাসীরা
Next articleLok Sabha Election 2024 : ৪২ আসনেই লড়বে তৃণমূল, বাংলায়  ‘ইন্ডিয়া’ জোটে ধাক্কা !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here