দেশের সময় ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী।
বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের করিডরের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ক্রুজে চড়ে ললিত ঘাটে অবতরণ করেন তিনি। তারপরে গঙ্গায় ডুব দিয়ে স্নান করেন এবং পবিত্র কলসে জল ভরে পায়ে হেঁটে বিশ্বনাথ মন্দিরে যান তিনি। সেখানে গিয়ে তিনি রীতি মেনে ১০ নদীর জল দিয়ে বিশ্বনাথের অভিষেক করেন। বিল্বপত্র দিয়ে পুজো করেন রীতি মেনে। আজ থেকেই এই মন্দির করিডরের উদ্বোধন হল।
কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গাতীরে যাওয়ার পথ এবং সেখানে থাকা মন্দিরগুলি সংস্কার করে সাজিয়ে তোলা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে কাশী বিশ্বনাথ করিডোর।
এবার থেকে ভক্তরা এই করিডরের মাধ্যমে গঙ্গাজল নিয়ে সোজা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন। আজকের ভারতে ‘বিরাসত’ এবং ‘বিকাশ’ দুটোই আছে, কাশী বিশ্বনাথ করিডোর লঞ্চে সোমবার এমনটাই বলেন প্রধানমন্ত্রী।
সোমবার সেই প্রকল্পের উদ্বোধন করলেন মোদী। সামনের বছর উত্তরপ্রদেশ ভোট। তার আগেই উদ্বোধন হল এই করিডোরের। ইতিমধ্যেই কালভৈরব মন্দির এবং কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন মোদী। কালভৈরব মন্দিরে পুজোও দিয়েছেন মোদী। তারপর কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন করলেন। জানা গেছে সন্ধেয় গঙ্গার তীরে আরতি দেখতেও যাবেন প্রধানমন্ত্রী ।
Watch LIVE https://t.co/gtmp72M3hU
— PMO India (@PMOIndia) December 13, 2021
করিডোর উদ্বোধনে মোদীর সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ। কেবল যোগী নন, কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধনে উপস্থিত ছিলেন দেশের ১২টি বিজেপি–শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ছিলেন বিহার ও নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রীও। এ ছাড়াও প্রায় তিন হাজার বিশিষ্ট ব্যক্তি সোমবারের অনুষ্ঠানে হাজির ছিলেন।
এদিকে কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর গঙ্গা ভ্রমণ করেন মোদী। তারপর গঙ্গায় ডুব দিয়ে স্নানের পাশাপাশি গঙ্গায় পুজোও দেন মোদী। এরপর সোজা চলে আসেন কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধনের অনুষ্ঠান স্থলে। সেখানে এসে কাশী বিশ্বনাথ মন্দিরেও পুজো দেন মোদী। করেন আরতিও। এটা ঘটনা কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার পাড় অবধি পাঁচ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে সাজিয়ে গড়ে তোলা হয়েছে করিডোর। ২০১৯ সালে এই প্রকল্পের শিল্যন্যাস করেছিলেন মোদী। তারপর প্রায় ৩৩৯ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই করিডোর।
माँ गंगा की गोद में उनके स्नेह ने कृतार्थ कर दिया। ऐसा लगा जैसे माँ गंगा की कलकल करती लहरें विश्वनाथ धाम के लिए आशीर्वाद दे रही हैं।
— Narendra Modi (@narendramodi) December 13, 2021
हर हर महादेव।
हर हर गंगे। pic.twitter.com/iBuRImW9Q1
গঙ্গাস্নানের পরেই টুইটার বার্তায় তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে মোদি (PM Narendra Modi) লেখেন, “গঙ্গার জলের কুলকুল শব্দ যেন বার্তা দিচ্ছিল আশীর্বাদের। গঙ্গার ঢেউ পবিত্র বিশ্বনাথ ধামকে আজ আশীর্বাদ করেছে তাঁর স্পর্শে। এই অনুভূতিই ললিত ঘাটে গঙ্গাস্নানের পরে হয়েছে প্রধানমন্ত্রীর।
#WATCH | PM Narendra Modi offers prayers, takes a holy dip in Ganga river in Varanasi
— ANI UP (@ANINewsUP) December 13, 2021
The PM is scheduled to visit Kashi Vishwanath Temple and inaugurate the Kashi Vishwanath Corridor project later today
(Video: DD) pic.twitter.com/esu5Y6EFEg
কাশী বিশ্বনাথ ধাম উদ্বোধনের জন্য আজ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছন বারাণসীতে। ললিতা ঘাটে গঙ্গাস্নানের পরে পায়ে হেঁটে কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছন। সেখানে মন্দিরের গর্ভগৃহে পুজো দেন প্রধানমন্ত্রী। এরপরেই কাশী বিশ্বনাথ মন্দির করিডোর-এর উদ্বোধনী সভায় পা রাখেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।
এদিন সকাল সাড়ে দশটা নাগাদ প্রধানমন্ত্রী (PM Narendra Modi) কাশীতে পৌঁছে যান। তারপরেই তিনি কাল ভৈরবের মন্দিরে পুজো দেন, আরতি করেন। সেখানে যাওয়া পূর্ণ্যার্থীদের উদ্দেশে হাত নাড়েন তিনি।
#WATCH Prime Minister Narendra Modi offers prayers at Kashi Vishwanath temple in Varanasi pic.twitter.com/4pLpNubg2z
— ANI UP (@ANINewsUP) December 13, 2021
কাশী-বিশ্বনাথ করিডরের যে কাজের উদ্বোধন হোল প্রধানমন্ত্রীর হাতে, তা প্রথম পর্যায়ের। এখনও পর্যন্ত এই কাজে খরচ করা হয়েছে ৩৩৯ কোটি টাকা। রবিবার বিকেল পর্যন্ত সেখানে শ্রমিকরা ব্যস্ত ছিলেন পালিশ এবং লাইট দেওয়ার কাজে। প্রথম পর্যায়ে ২৩ টি ভবনেরও উদ্বোধন করা হবে। পূর্ণ্যার্থীদের জন্যই এইসব ভবনগুলিকে ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে যাত্রী সুবিধা কেন্দ্র, টুরিস্ট ফেসিলিটেশন সেন্টার, বেদিক কেন্দ্র, মুমুকসু ভবন, ভোগশালা, সিটি মিউজিয়াম, ভিউইং গ্যালারি, ফুড কোর্ট।
কাশী বিশ্বনাথ করিডরে ৪০টি মন্দিরের সংস্কার ও ২৩টি নতুন ভবন তৈরি করা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে। মন্দির সংস্কারের কাজ যারা করেছেন,তাদের সঙ্গেও এদিন দেখা করেন প্রধানমন্ত্রী।
Varanasi: PM Narendra Modi had lunch with the workers involved in construction work of Kashi Vishwanath Dham Corridor pic.twitter.com/OxJm3uZI2I
— ANI UP (@ANINewsUP) December 13, 2021
গঙ্গাতীরে ছিল কাতারে কাতারে দর্শনার্থীর ভিড়। শিবের ডমরু বাজিয়েই ললিতা ঘাটে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে। মণিকর্নিকা ঘাট পার করে ধীরে ধীরে প্রমোদতরীতে ললিতা ঘাটে পৌঁছন প্রধানমন্ত্রী।
Varanasi | PM Narendra Modi and CM Yogi Adityanath travel in a double-decker boat to Lalita Ghat from Khirkiya Ghat to visit Kashi Vishwanath temple pic.twitter.com/ocEaALDPAQ
— ANI UP (@ANINewsUP) December 13, 2021
২০২২ সালের উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিজেপি মেগা শো শুরু হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের মাটিতে। এদিন প্রধানমন্ত্রীকে চাক্ষুষ দেখতে রাস্তা জুড়ে ছিল জনতার ঢল। মন্দির যাওয়ার পথেই গাড়ি থামিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী, সমর্থকদের হাত থেকে মালাও পরেন তিনি। প্রায় ৩৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন করে সজ্জিত কাশী বিশ্বনাথ ধামের প্রথম পর্বের উদ্বোধন এদিন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের দাবি, প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে রূপ বদলে ফেলা হয়েছে বারাণসীর।