Naihati TMC BJP Clash: বিজেপি নেতার স্বামীকে ‘মারধর’,তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি নৈহাটিতে

0
536

দেশের সময় ওয়েবডেস্কঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি নৈহাটিতে। দুই দলের সংঘর্ষের ঘটনায় অন্ততপক্ষে পাঁচ জন আহত হয়েছে। চলেছে বেপরোয়া ভাঙচুরও। সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২টি গাড়ি।

বুধবার রাতে দু’পক্ষের সংঘর্ষে তুলকালাম কাণ্ড বাঁধে। মারামারিতে জখম হন তৃণমূল-বিজেপির বেশ কয়েকজন। তারপর রাতেই নৈহাটি পুরসভার তৃণমূলের চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজেপির অভিযোগ, তাদের নেত্রী শম্পা সরকারের স্বামী সৌমেন সরকারকে বেধড়ক পেটায় অভিজিৎ ও তাঁর বাহিনী। সৌমেনকে প্রথমে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। তারপর অবস্থার অবনতি হলে কল্যাণীতে ভর্তি করা হয়।

রাতেই গেরুয়া শিবির থানায় অভিযোগ দায়ের করে। ঘটনা হল, তার কিছুটা পরেই চেয়ারম্যানের ছেলেকে আটক করেছে পুলিশ। অভিজিৎ নৈহাটি এলাকায় যুব তৃণমূলের নেতাও।সেচমন্ত্রী পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই বারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি তপ্ত হয়ে রয়েছে। বুধবার রাতের দিকে বিজেপি কর্মী সৌমেন সরকার ওরফে নাচুকে মারধরের অভিযোগ ওঠে অভিজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে পাল্টা অভিযোগ উঠছে, নৈহাটির নদিয়া মিলের গেস্ট হাউসের সামনেই বিজেপি নেত্রীর স্বামী অভিজিতকে দেখে গালিগালাজ করেন। তার প্রতিবাদ করাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিজিতের বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

তৃণমূল যুব নেতার বক্তব্য, “আমাকে দেখলেই আগে থেকে গালিগালাজ করত। কিন্তু আমরা বিশেষ পাত্তা দিতাম না। বুধবার তা মাত্রাতিরিক্ত হয়ে যায়। আমরা প্রতিবাদ করলেই ওর লোকজন মারধর করা শুরু করে।” অন্যদিকে, চেয়ারম্যানের বক্তব্য, “ঘটনার সময়ে আমি এলাকায় ছিলাম না। বলতে পারব না কী হয়েছে। তবে আমি মনে করি অভিজিৎ সেরকম কোনও কাজ করেনি।” স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, “সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিরোধীদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতেই এই হামলা চলছে। পিছনে একই লোক কাজ করছে। ” এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে।

Previous articleWeather Update:কোথাও ঝড়, কোথাও শিলাবৃষ্টি, উত্তরবঙ্গ জুড়ে বিপত্তি! চরম দুর্যোগের পূর্বাভাস গোটা রাজ্যে!
Next articleWeather Update: মরশুমের প্রথম কালবৈশাখীর হাত ধরে পারদ নামল রাজ্যে!কতদিন চলবে ঝড়-বৃষ্টি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here