Music Video: বসন্তের মরশুমে ভালোবাসার শিহরণ জাগাতে ‘দেশের সময় ‘ নিয়ে আসছে  মিউজিক ভিডিও- ‘সত্যি শোন’

0
209

“অভিনয়ের জন্য অভিনেতা – অভিনেত্রীর প্রয়োজন।” আগ্রহীরা যোগাযোগ করতে পারেন—desharsamay@gmail.com-এ। অবশ্যই দুটি ছবি সহ নিজের ফোন নম্বর লিখে এই মেইল আইডিতে যোগাযোগের জন্য  ‘দেশের সময় ‘ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

সৃজিতা শীল দেশের সময়

বসন্তের মরশুমে ভালোবাসার শিহরণ। বাতাসে ভাসবে প্রেমিক হৃদয়। ছুঁতে চাওয়ার সেই তীব্র বাসনা নিয়ে দেশের সময় (DESHER SAMAY) -নিয়ে আসছে নতুন  মিউজিক ভিডিও- ‘সত্যি শোন’

সংগীত পরিচালক সম্রাট তরফদার জানান, এটি একটি মিষ্টি প্রেমের গান —‘সত্যি শোন’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘দেশের সময়’ অফিসিয়াল থেকে। গানটির গীতিকার অমর্ত্য বিশ্বাস, গানটি গেয়েছেন সোমনাথ বিশ্বাস ও নেহা মন্ডল। যন্ত্রসঙ্গীতে রয়েছেন মৈনাক বিশ্বাস। সংগীত পরিচালক সম্রাট তরফদার। চিত্র পরিচালক হিসাবে মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন পার্থ সারথি নন্দী। 

সঙ্গীত আয়োজন করেছেন সম্রাট তরফদার ।

গানটি রেকর্ডিং হয়েছে  “মিরর স্টুডিও “(Mirror Studio) তে ।

মেক আপ আর্টিস্ট – অঙ্কিতা বনিক (Blissful Touch Studio & Academy )

আগামী ১৭ মার্চ, রবিবার ভিডিওটির শুটিং শুরু হচ্ছে বলে জানান দেশের সময় পত্রিকার কর্ণধার রমন ভৌমিক। তিনি আরও জানান ,এই ভিডিও সহ আগামী এপ্রিল মাসে আরও কয়েটি নতুন মিউজিক ভিডিও -র কাজ শুরু হচ্ছে ।

Previous articleSandeshkhali Issueরাষ্ট্রপতি ভবনে সন্দেশখালির মহিলারা, সাক্ষাতে অভিযোগ শুনে কী বললেন দ্রৌপদী মুর্মু?
Next articleShantanu Thakur:  সিএএ বিধি কার্যকর , এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে চান শান্তনু ঠাকুর নিজেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here