Music Video: বসন্তের মরশুমে ভালোবাসার শিহরণ জাগাতে মিউজিক ভিডিও- ‘সত্যি শোন’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ

0
208
সৃজিতা শীল কলকাতা

বসন্তের মরশুমে ভালোবাসার শিহরণ। বাতাসে ভাসবে প্রেমিক হৃদয়। ছুঁতে চাওয়ার সেই তীব্র বাসনা নিয়ে দেশের সময় (DESHER SAMAY) – এর ইউটিউব (You Tube) চ্যানেলে ১৯ মার্চ মঙ্গলবার মুক্তি পাচ্ছে নতুন মিউজিক ভিডিও- ‘সত্যি শোন’(Sotty Shon)।

সংগীত পরিচালক সম্রাট তরফদার জানান, এটি একটি মিষ্টি প্রেমের গান —‘সত্যি শোন’ ১৯ মার্চ মঙ্গলবার  মুক্তি পেতে চলেছে ‘দেশের সময়’ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। গানটির গীতিকার অমর্ত্য বিশ্বাস, গানটি গেয়েছেন সোমনাথ বিশ্বাস ও নেহা মন্ডল । যন্ত্রসঙ্গীতে রয়েছেন মৈনাক বিশ্বাস। সংগীত পরিচালক সম্রাট তরফদার।

মডেল অর্পিতা বনিক । চিত্র পরিচালক হিসাবে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পার্থ সারথি নন্দী। 

সঙ্গীত আয়োজন করেছেন সম্রাট তরফদার ।
গানটি রেকর্ডিং হয়েছে  “মিরর স্টুডিও “(Mirror Studio) তে ।

মেক আপ আর্টিস্ট – অঙ্কিতা বনিক (Blissful Touch Studio & Academy )


১৭ মার্চ, রবিবার ভিডিওটির শুটিং শুরু হয়েছে এবং ১৯ মার্চ মঙ্গলবার  মিউজিক ভিডিওটি মুক্তি পাচ্ছে বলে জানান দেশের সময় পত্রিকার কর্ণধার রমন ভৌমিক। তিনি আরও জানান ,আগামী এপ্রিল মাসে আরও কয়েটি নতুন মিউজিক ভিডিও -র কাজ শুরু হচ্ছে।


“অভিনয়ের জন্য অভিনেতা – অভিনেত্রীর প্রয়োজন।” আগ্রহীরা যোগাযোগ করতে পারেন—desharsamay@gmail.com-এ। অবশ্যই দুটি ছবি সহ নিজের ফোন নম্বর লিখে এই মেইল আইডিতে যোগাযোগের জন্য  ‘দেশের সময় ‘ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

Previous articleLok Sabha Election 2024: কয়েক ঘণ্টার মধ্যেই রদবদল, রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়, জারি হল বিজ্ঞপ্তি
Next articleWeather update বেলা গড়ালেই কালবৈশাখীর দাপট?  ভিজবে শহর ,কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here