Music video রথযাত্রায় মুক্তি পেল ‘দেশের সময়’ এর উদ্যোগে রক্তিমের প্রথম মিউজিক ভিডিও ‘কল্পনায়’

0
36
সঙ্গীতা চৌধুরী, কলকাতা

দেশের সময় : কল্পনার ডানায় ভর করে রক্তিমের সঙ্গীতের উড়ান পৌঁছে গেছে ‘কল্পনায়’।

‘দেশের সময়’ এর উদ্যোগে রথযাত্রার পুণ্য লগ্নে উদীয়মান সঙ্গীত শিল্পী রক্তিম বসুর প্রথম মিউজিক ভিডিও  মুক্তি পেল। রইল ভিডিও

বেশ কিছুদিন ধরেই ‘দেশের সময় ‘ নতুন নতুন শিল্পীদের তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছে। শিল্পীদের জন্য এটা একটা বিশেষ প্ল্যাটফর্ম। মিউজিক ভিডিও টি মুক্তির পর  দারুণ উত্তেজিত এই তরুণ শিল্পী। তিনি বলেন, ‘ অনেক ছোটবেলা থেকেই আমার সঙ্গীতের প্রতি ভালোবাসা। তাই পড়াশোনার পাশাপাশি ছোটবেলায় আমার সঙ্গীত শিক্ষাও শুরু হয়। প্রথম সঙ্গীত গুরু ছিলেন পার্থপ্রতিম কর এবং পরবর্তীতে মলয় দত্তের কাছে গান শিখি। কলেজ জীবনে গানের একটা গ্রুপ ছিল। আমি নিজেই গান লিখে সুর দিতাম। আমরা অনেক অনুষ্ঠান করেছি। কিন্তু একটা সময়ের পর আমাদের দল ভেঙে যায়। তখন আমি একাই নিজের মতো গান বানিয়েছি। ‘দেশের সময়’ -এর জন্য  আজ সকলের সামনে আসার এই সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। এটা আমার জন্য একটা বিশেষ অ্যাচিভমেন্ট।’ ভবিষ্যতে বারাসতের এই তরুণ শিল্পী বাংলার ছেলে হিসেবে টলিউডের ছবিতে গান গাওয়ার ইচ্ছে পোষণ করেন। 

Previous articleBongaon newsঅদ্বিতীয়ম এর বর্ষামঙ্গল উৎসব বনগাঁয়: দেখুন ভিডিও
Next articleRath Yatra 2024 বৃষ্টি মাথায় নিয়েই ইসকনের রথের দড়ি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here