![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1633844855333-684x1024-1.jpg)
দেশের সময় ওয়েবডেস্ক: এ বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে হতে চলেছে রাজ্যের তিন পুরসভার ভোট, এমনটাই সূত্রের খবর। বড়দিনের আগেই কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরসভার ভোট হতে চলেছে। এর আগে মুখ্যমন্ত্রীও ইঙ্গিত দিয়েছিলেন উপনির্বাচনের পরই পুরভোট করাতে পারে রাজ্য। সেই মতোই প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী ১২ বা ১৯ ডিসেম্বর ভোট হতে চলেছে। তারপর ধাপে ধাপে বাকি পুরসভার ভোটও সম্পন্ন হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/annapurna-car-bazar-new-ad-1-1024x768-1.jpg)
সূত্রের খবর , ছটপুজোর পরই বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে আসন বিন্যাস সহ বাকি আরও কাজ এগিয়ে রেখেছিল কমিশন। অর্থাৎ, প্রাথমিকভাবে কাজ এগনোই রয়েছে। কমিশনের এক কর্তা জানান, ভোটের ক্ষেত্রে এমন কিছু কাজ থাকে যা ভোট ঘোষণা না হলে শুরু করা যায় না। তাই ভোট ঘোষণা হলেই সেই সংক্রান্ত কাজ শুরু হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
প্রসঙ্গত, এই তিনটি পুরসভাই পুর প্রশাসকের অধীনে রয়েছে। ২০২০ সালের মে থেকে রয়েছে কলকাতা পুরসভা, ২০১৮ সালের অক্টোবর থেকে পুর প্রশাসকমণ্ডলীর দ্বারা পরিচালিত হচ্ছে হাওড়া পুরসভা। ২০২০ সালের অক্টোবরে মেয়াদ শেষ হয়ে গিয়েছে বিধাননগর পুরসভারও। করোনা পরিস্থিতির চিত্র খুব বেশি উদ্বেগ জনক না হলে একুশের ডিসেম্বরেই পুরভোট হতে চলেছে এই তিন পুরসভায়।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/IMG_20211026_102851_956-1024x614.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/dey-internatalal-1-1024x853-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1634548855620.jpg)