দেশের সময়, পেট্রাপোল: দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করতে শুক্রবার পেট্রাপোল- বেনাপোল স্থল বন্দরের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে উপহারের ৩০টি মিউল (খচ্চর) হস্তান্তর করলো ভারত ৷ মিউলগুলো হস্তান্তর করেছে ভারতীয় সেনাবাহিনী।
মিউলগুলো হস্তান্তরের সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কর্নেল বিথুন মোহনলে, ও কর্নেল রাকেশ সিং সহ ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- ২১ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ ৷
পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে মিউলগুলো পেট্রাপোল চেকপোস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
এর আগেও ভারতীয় সেনাবাহিনী উপহার স্বরূপ প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার স্বরুপ দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।
এদিন ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল এবং দুজন কর্মকর্তা। অনুষ্ঠানে আইসিপি পেট্রাপোলের তরফে মিঃ কমলেশ সাইনিও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মিউল(খচ্চর) গুলো হস্তান্তর করে, যার প্রতিনিধিত্ব করেন তাদের পক্ষ থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর। এই উপহার দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার জন্য বলেই জানান মিঃ কমলেশ সাইনি৷