দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের সবথেকে বড় মোবাইল নেটওয়র্ক পরিষেবা সংস্থা সোমবার একথা জানিয়েছে। সংস্থার বার্ষিক সাধারণ বৈঠকে মুকেশ আম্বানি জানিয়েছিলেন, ৫জি পরিষেবা চালু করতে ঢালা হবে ২৫ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ কোটি টাকা।
প্রথম দিকে দেশের প্রধান শহরগুলোতে চালু হবে এই অত্যাধুনিক মোবাইল নেটওয়র্ক পরিষেবা। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ধীরে ধীরে দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। এই কাজ বাস্তবায়িত করবে ভারতের কেন্দ্রীয় সরকার।
কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে ৫জি পরিষেবা চালু করছে রিলায়েন্স জিও ৷ স্ট্যান্ড অ্যালোন ৫জি প্রযুক্তি চালু করছে জিও ৷ ৪২১ মিলিয়ন জিও মোবাইল গ্রাহক ৷ ভারতের ১ নম্বর ডিজিটাল সার্ভিস দিচ্ছে জিও ৷ জিও-তেই ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন সম্ভব ৷ স্ট্যান্ড অ্যালোন ৫জি প্রযুক্তি চালু করছে জিও ৷
বলা হচ্ছে, ৪জি-র থেকে অন্তত ১০ গুণ দ্রুত কাজ করবে ৫জি-র ডেটা স্পিড। আগামী অক্টোবর থেকেই চালু হবে তা। বিশেষজ্ঞদের মত, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংচালিত গাড়ির মতো অত্যাধুনিক প্রযুক্তি আনতে প্রয়োজন হবে ৫জি পরিষেবার।