MSME CAMP রাজ্যে চলছে ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি, বনগাঁ ব্লকে ক্যাম্প! কী কী সুবিধা মিলবে? দেখুন ভিডিও

0
184
পার্থ সারথি নন্দী , দেশের সময়

বনগাঁ : রাজ্যজুড়ে সোমবার ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে শিল্পের সমাধানে ক্যাম্প চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। দেখুন ভিডিও

বাংলায় বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে কর্মসংস্থানে আরও জোর দিতে ।  দুয়ারে সরকারের আদলে রাজ্যের ব্লকে-ব্লকে ও পুর-এলাকায় শুরু হয়েছে শিল্প সমাধান শিবির। বিভিন্ন প্রান্তে শিল্প প্রসারের লক্ষ্যে ‘শিল্পের সমাধানে’ পৌঁছবেন রাজ্য সরকারের জনপ্রতিনিধিরা। সেই শিবিরে ছোট, মাঝারি, ক্ষুদ্র এবং বস্ত্রশিল্পের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করা যাবে।পাশাপাশি, শিল্প সংক্রান্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কারও কোনও সমস্যা হলে, তার সমাধানও মিলবে এই শিবিরে।

বুধবার বনগাঁ বিডিও অফিসের নীলদর্পণ পেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস , বিডিও কৃষ্ণেন্দু ঘোষ, ডিআইসি সৌগত দাস, আইডিও দেবাশিষ হালদার ও সৌভিক ভট্টাচার্য্য, সহ বনগাঁ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ ।

রাজ্য জুড়ে বিভিন্ন জেলার প্রতিটি ব্লক ও পুর-এলাকায় শুরু হয়েছে এই শিবির। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। শিবিরগুলি থেকে সহজে ঋণের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প, কারিগরদের জন্য সহায়ক সরঞ্জামের আবেদন, খাদি ও তাঁতশিল্পীদের জন্য প্রকল্পের সুবিধা, প্যানকার্ড না থাকলে সরকারি উদ্যোগে প্যানকার্ড করে দেওয়া-সহ ১২ ধরনের পরিষেবাও দেওয়া হবে।

ডিসেম্বর মাসটিকে শিল্পোদ্যোগের মাস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মূলত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য। নতুন বছরে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই শিল্পক্ষেত্রে কর্মসংস্থানে জোর দিতে চাইছে রাজ্য সরকার। এদিন বনগাঁ মহকুমার একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে সঙ্গেযুক্ত ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । স্থানীয় ব্যাবসায়ী তপন চক্রবর্তী, সত্য মজুমদার , নিত্য দাস এবং প্রদীপ দে, রামপ্রসাদ বিশ্বাসের কথায় , এদিনের শিল্পের সমাধানে আলোচনাচক্রের মাধ্যমে আগামীদিনে বনগাঁ মহকুমা জুড়ে শিল্পের বিশেষ সম্ভাবনার হদিস পাওয়া গেল । রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত । সীমান্ত শহর বনগাঁয় তরুণ প্রজন্মের জন্য  নতুন দিগন্ত খুলে যাবে বলে ধারণা তাঁদের ।


কী কী সুবিধা মিলবে?
এবার পাড়ায় পাড়ায় শিল্পের সমাধান। রাজ্যের প্রতিটি গ্রামীণ এবং ব্লক স্তরে শিল্পের প্রসার ঘটাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। দুয়ারে সরকারের ধাঁচেই এবার ছোট শিল্পদ্যোগীদের কাছে পৌঁছতে রাজ্যের উদ্যোগ ‘শিল্পের সমাধানে’।

নবান্নের নয়া কর্মসূচি
স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়া থেকে শুরু করে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী ব্যক্তিদের ঋণ সহ যাবতীয় সাহায্য করার জন্যই এই নয়া কর্মসূচি। ব্যবসায় ঝোঁক থাকা বেকার যুবক, যুবতীদের আর্থিক সাহায্য করা হবে এই শিল্পের সমাধানে ক্যাম্পে। পাশাপাশি মিলবে ব্যবসায় উন্নতি করার সঠিক পরামর্শ এবং দিশা।

কর্মসূচির টার্গেট
নবান্ন সূত্রে খবর, শিল্পের সমাধানে কর্মসূচির মাধ্যমে  রাজ্য জুড়ে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প এবং এর সঙ্গে যুক্ত তাঁতি, কারিগরদের কাছে পৌঁছবে রাজ্য। পাশাপাশি ৫ লাখ কারিগর ও তাঁতির নাম নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

২. শিবিরগুলিতে কারিগর ও তাঁতিদের তালিকাভুক্ত করে ভবিষ্যৎ পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হবে।

৩. ব্যাঙ্কের প্রতিনিধিদের উপস্থিতিতে আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

৪. অনলাইনে উদ্যম পোর্টালে ইচ্ছুকদের নাম নথিভুক্তকরণ করা হবে।

৫. হস্তশিল্প সামগ্রীর প্রদর্শন সহ বিক্রয়ের ব্যবস্থা করা হবে।

Previous articleSukhbir Singh Badal Firing Golden Templeসুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি স্বর্ণমন্দিরে!হামলাকারীকে ধরে ফেলল জনতা
Next articleMamata Banerjee   সৌরভ-শত্রুঘ্নকে পাশে নিয়ে মমতার প্রদীপ প্রজ্বলন ,মুখ্যমন্ত্রীর হাতেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here