MS Dhoni: আইপিএলের ২৪ ঘণ্টা আগে নেতৃত্ব ছাড়লেন ধোনি, চেন্নাই সুপার কিংসের নয়া অধিনায়ক এক অনামী তারকা!

0
202

দেশের সময় ওয়েবডেস্কঃ রাত পোহালেই শুরু হবে ১৭তম আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল থেকে ধরলে মহেন্দ্র সিং ধোনি আজও একই রকম প্রাসঙ্গিক। সেই মহেন্দ্র সিং ধোনি এ বার ‘অবসর’ নিলেন।

আগেই জানিয়ে দিয়েছিলেন, আইপিএল শুরুর আগে চমক দেখাবেন এমএস ধোনি। সেটাই দেখালেন মাহি। চেন্নাই সুপার কিংসের থালা (মানে রাজা বা কিং) এবার আর দলের অধিনায়ক নন, তিনি দায়িত্ব বুঝিয়ে দিলেন অনামী তারকা ঋতুরাজ গায়কোয়াডকে।

বৃহস্পতিবার চেন্নাইতে সব দলের অধিনায়করা দাঁড়িয়ে ছবি তোলেন। ওই ফটোসেশনে ছিলেন না ধোনি, চেন্নাই দলের হয়ে আসেন ঋতুরাজ। তখনই পরিষ্কার হয়ে যায়, ধোনি এবার আর চেন্নাই দলের অধিনায়কত্ব করবেন না। এবার তাঁকে কী ভূমিকায় দেখা যাবে, সেটা নিয়ে আবারও জল্পনা শুরু। ধোনি কি তা হলে এবার ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলবেন?

চেন্নাইয়ের জন্মলগ্ন থেকে ধোনি দলের অধিনায়কত্ব করে এসেছিলেন। একবারই তিনি রবীন্দ্র জাদেজাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু দল খারাপ ফল করতে থাকায় ধোনিকে দায়িত্বে ফিরিয়ে আনা হয়। 

এবার হয়তো ধোনিকে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দেখা যেতে পারে। সেই ঘোষণা তিনি করেননি। ঋতুরাজ ঘরোয়া ক্রিকেটে দলের নেতৃত্ব দেন। তিনি এশিয়ান গেমসেও ভারতের তৃতীয় সারির দলের অধিনায়ক ছিলেন।

কিন্তু চেন্নাই দলের দায়িত্ব পেতে পারেন, সেটি ভাবা যায়নি। ঋতুরাজ  অনামী তারকা, তিনি ভারতীয় সিনিয়র দলের হয়ে তেমন সুবিধে করতে পারেননি। এবার অবশ্য তারকা সমৃদ্ধ দলকে পরিচালনা করতে হবে ২৭ বছরের ক্রিকেটারকে। 

শুধু একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, এই মরসুমই কি ক্রিকেটার ধোনির শেষ আইপিএল? হয়তো হ্যাঁ। এরপরই হয়তো পাকাপাকি ‘থালা’ হয়ে যাবেন ধোনি। যাঁকে যে কোনও সমস্যায় পাওয়া যাবে। কিন্তু ঠিকানা হবে ডাগআউট অথবা ড্রেসিংরুম।

Previous articleISIS Terrorist Arrest: বাংলাদেশ থেকে ভারতে ঢুকতেই গ্রেফতার আইসিস প্রধান ফারুকি ও তার শাগরেদ
Next articleBASANTA UTSAV : দোলের আগেই বসন্ত উৎসবে মাতল লোকনাথ বি.এড. কলেজের পড়ুয়ারা: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here