Mohammed Rafi : সংগীত শিল্পী মহঃরফি-র ৪৩ তম মৃত্যৃ বার্ষিকী উপলক্ষ্যে বনগাঁ বাটার মোড় শিল্পী যুবগোষ্ঠীর উদ্যোগে রক্তদান শিবির : দেখুন ভিডিও

0
586

রিয়া দাস, বনগাঁ: ৩১ জুলাই। শুধু তো আর এই দিনটা ভারতীয়দের কাছে জুলাই মাসের শেষদিনটা নয়। বরং, এই দিনটা দেশের সঙ্গীতপ্রেমীদের কাছে অন্য মাহাত্ম্য বহন করে। আজ যে, দেশের কিংবদন্তি গায়ক মহম্মদ রফির মৃত্যুদিন। মহম্মদ রফি জন্মেছিলেন ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর। নিজের সঙ্গীত জীবনে ক্লাসিকাল সঙ্গীত, বলিউডের সিনেমার গান, পপ, গজল, কাওয়ালি, ডিস্কো কোন ধরনের গান তিনি গাননি? শুধু তো গানের ভাগ নয়, কোন ভাষায় গান গাননি মহম্মদ রফি? হিন্দি, উর্দু, অসমিয়া, ভোজপুরি, কোঙ্কনি, ওড়িয়া, বাংলা, মারাঠি, সিন্ধি, গুজরাটি, কন্নড়, তেলেগু,ইংরেজি, ডাচ, ফার্সি, এই সব ভাষাতেই গান গেয়েছেন মহম্মদ রফি।

৩১ জুলাই ৷ তাঁর মৃত্যুদিনে শুনেই নিন না ,কয়েকটা জাদুকণ্ঠের গান। দিনটাই বদলে যাবে আপনার। আমাদের পক্ষ থেকেও এই গানগুলো আজ শোনার জন্য আপনাকে পরামর্শ দেওয়া থাকল। ইচ্ছে হলেই শুনে নিন। ভাল লাগবে-
১) লিখে জো খত তুঝে
২) বাহারো ফুল বরসাও
৩) ক্যা হুয়া তেরা ওয়াদা
৪) গুলাবি আঁখে জো তেরি
৫) চুরালিয়া হ্যায় তুমনে জো দিলকো

CHAUDHVIN KA CHAND HO YA AFTAB HO Jo bhi ho tum Khudaya ki Kasam La Jawab Ho…

মহঃরফি সাহেবের কন্ঠে অনবদ্য এমনই সব গান রফি কন্ঠীরা কয়েক দশক ধরে গেয়ে চলেছেন আজও ৷ যা শ্রোতাদের মনের মণীকোঠায় রয়ে গেছে অটুট হয়ে ৷ কিংবদন্তি সংগীত শিল্পী মহঃরফি সাহেবের ৪৩ তম মৃত্যৃ বার্ষিকী উপলক্ষ্যে উত্তর২৪পরগনার বনগাঁ বাটার মোড় শিল্পী যুবগোষ্ঠী তাঁকে ম্মরণ করলেন তাঁরই গাওয়া বিভিন্ন গানের মধ্য দিয়ে ৷ দেখুন ভিডিও :

রবি ও সোমবার দু’দিন ব্যাপী ধরে চলা এই সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বনগাঁ মহকুমার নবীন ও প্রবীণ মিলিয়ে অন্তত ১৩০ জন সংগীত শিল্পী৷

মান্না,মুকেশ ,হেমন্ত, লতা, কিশোর রফি কন্ঠীরা কয়েক দশক ধরে গান গেয়ে গিয়েছেন ৷তবে তাঁদের প্রতিভার যোগ্য সমাদর ও শিল্পী সত্ত্বার বিকাশ খুব সহজ হয় নি৷ এইসব মাচা শিল্পীদের জীবন সংগ্রামের কাহিনীকে নিয়ে আলোচনা এবং তাঁদের বেশ কিছুগল্প কথা বনগাঁ বাটার মোড় শিল্পী যুবগোষ্ঠী তাঁদের দু’দিন ব্যাপী চলা সংগীত অনুষ্ঠানের মঞ্চে দর্শকদের সামনে তুলে ধরেন এবং একই সঙ্গে কিংবদন্তি শিল্পীদের গানও পরিবেশন করেন ৷ এই অনুষ্ঠান মঞ্চ থেকে ৷ এবছর ১২৯ জন নবীন ও প্রবীণ সংগীত শিল্পীরা তাঁদের গান পরিবেশন করেন ৷ গান শুনতে ভিড় জমান অসংখ্য সংগীত প্রেমী৷

এক সদস্যের কথায় সংগীত অনুষ্ঠানের পাশাপাশি এদিন সংস্থার শতাধীক সদস্য স্বেচ্ছা রক্তদান করেন ৷

Previous articleBongaon news: বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় কর্তৃপক্ষের দানের জমিতে তৈরি হলো সুস্বাস্থ্য কেন্দ্র
Next articleMusic therapy : মিউজিক থেরাপির যাদুতে দূর করুন মনের অবসাদ দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here