Modi-Ukraine: ইউক্রেন যুদ্ধে ‘‌অপারেশন গঙ্গা’ই জ্বলজ্যান্ত প্রমাণ বিশ্বে ভারত কতটা প্রভাবশালী: মোদী

0
759

দেশের সময় ওয়েবডেস্কঃ কোভিড পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন।

ভারত এখন বিশ্বগুরু। বিশ্ব দরবারে ভারতের প্রভাব বৃদ্ধির উদাহরণ হিসাবে অপারেশন গঙ্গার প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পুনে-তে একটি অনুষ্ঠানে এসে মোদী বললেন, “বিশ্বে ভারতের প্রভাব কতটা তার জ্বলজ্যান্ত প্রমাণ অপারেশন গঙ্গা।”

এবার ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফেরানো নিয়েও আঙুল উঠেছিল। এবার এই দুই ঘটনাকেই মিলিয়ে দিলেন প্রধানমন্ত্রী। বর্ণনা করলেন নিজের সাফল্য হিসেবে।

পুনেতে দাঁড়িয়ে রবিবার বললেন, কোভিড পরিস্থিতি যেমন সফলভাবে সামাল দিয়েছিল ভারত, তেমনই ইউক্রেনের পরিস্থিতিও সামাল দিল। পুনের সিমবায়োসিস বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এদিন নরেন্দ্র মোদি বললেন, ‘‌আমরা সফলভাবে কোভিড পরিস্থিতি সামাল দিয়েছি। এখন ইউক্রেনের পরিস্থিতিও।

আমাদের মানুষজনকে নিরাপদে ফিরিয়েছি। এমনকী বড় বড় দেশগুলোও এই কাজ করতে বিপাকে পড়ছে। এটা ভারতের সহনশীলতা, যে হাজার হাজার পড়ুয়াকে ফেরানো হয়েছে।’‌  প্রধানমন্ত্রী এও বললেন, যে বাকি রাষ্ট্রের ওপর ভারতের প্রভাব ক্রমেই বাড়ছে, সে কারণেই এটা সম্ভব হয়েছে। হাজার হাজার পড়ুয়াকে নিজেদের মাতৃভূমিতে ফেরানো সম্ভব হয়েছে। 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি শনিবার জানিয়েছেন, ‘‌অপারেশন গঙ্গা’‌র অধীনে এখন পর্যন্ত ৬৩টি বিমানে ইউক্রেন থেকে ১৩ হাজার ৩০০ পড়ুয়াকে ফেরানো হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় ১৫টি বিমানে ২,৯০০ জনকে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ২১ হাজার ভারতীয় ইউক্রেন ছেড়েছেন। বাগচির মতে, খারকিভ, পিসোচিন থেকে আগামী কয়েক ঘণ্টার মধে। সব পড়ুয়াদের বের করে আনতে হবে।

তাঁর কথায়, খারকিভে একজনও ভারতীয় পড়ুয়া সম্ভবত আটকে নেই। তবে যুদ্ধবিধ্বস্ত সুমি থেকে পড়ুয়াদের বের করে আনা কঠিন। সংঘর্ষ বিরতি হলেই তা সম্ভব।  এর মধ্যেই বিজেপি নেতারা এই পড়ুয়াদের ফেরানোর বিষয়টি মোদি সরকারের সাফল্য হিসেবে বর্ণনা করছে।

ভোট প্রচার করছে এই নিয়েই। তাঁদের বক্তব্য, এই পড়ুয়াদের ফেরানোর বিষয়টি পাঞ্জাব বাদে চার রাজ্যের নির্বাচনে বিজেপি–কে এগিয়ে রাখবে। পাঞ্জাবেও বাড়তি সুবিধা দেবে। এই কথা বলেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের আগের দিন পুনেতে গিয়ে একই কথা বললেন মোদিও। 

Previous articleKolkata Book Fair 2022: রবিবার ভিড়ের পরীক্ষায় পাশ করে গেল বইমেলা, এবার মেলায় অংশ নেওয়া সব স্টলের ট্রেড লাইসেন্স ফি মকুবের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next articleMadhyamik 2022: গোপালের তৎপরতা, অবশেষে অ্যাডমিট হাতে পেয়ে জীবনের বড় পরীক্ষায় বসছে বনগাঁর স্নেহা, মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here