Modi Story : মোদীর জীবনের নানা গল্প এখন হাতের মুঠোয়! ‘মোদী স্টোরি’, উদ্বোধনে মহাত্মা-পৌত্রী

0
508

দেশের সময় ওয়েবডেস্কঃ সমসাময়িককালে অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক হিসাবে নরেন্দ্র মোদীকে স্বীকৃতি দেন একটি মহল। তাদের মতে, একটা সময় অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল আমাদের দেশ। ডুবতে বসেছিল দেশের অর্থনীতি। কর্মসংস্থানের বেহাল দশা হয়েছিল। সেই সময়ই নতুন আশার আলো দেখিয়েছিল নতুন ভারত। এই নতুন ভারত গড়ে তোলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন প্রত্যেক ভারতীয়। বিশ্বমঞ্চে ভারতকে শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। তাঁর নেতৃত্বাধীনেই একের পর এক ক্ষেত্রে এসেছে উন্নয়নের জোয়ার, সাফল্যের শিখরে উঠে এসেছে ভারত। সেই কারণেই এই সাফল্যের কৃতিত্ব দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। 

জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকায় প্রথম স্থানে আছেন তিনি। তাঁর জীবন ঘিরে আছে একাধিক গল্প। নানান সময়ে নানান মানুষ তাঁর সংস্পর্শে এসেছেন নানা কারণে। তাঁদের অভিজ্ঞতাই এবার একসঙ্গে তুলে ধরার উদ্যোগ নেওয়া হল।

কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । তাঁর জীবনের বিভিন্ন সময়ের নানান কাহিনী তুলে ধরার জন্য শুরু করা হল ‘মোদী স্টোরি’। তাঁর জীবনের সঙ্গে জড়িত মানুষেরাই তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। 

 এই নতুন ওয়েবসাইটেই উঁকি দিচ্ছে মোদীর গল্প।

নীরজ পাণ্ডে, দীপা মালিক, পুলেল্লা গোপীচাঁদ থেকে শাস্ত্রীয় নৃত্য শিল্পী সোনাল মান সিং প্রমুখরা। বিভিন্ন সময়ে তাঁরা মোদীর সংস্পর্শে এসেছেন। সেই মুহূর্তের কথা ভাগ করে নিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, যে কোনও মানুষই তাঁদের অভিজ্ঞতা উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে জানাতে পারেন।

এমন উদ্যোগ বিশ্বে বেনজির। এদিন এই উদ্যোগের উদ্বোধন করেন মহাত্মা গান্ধীর নাতনি সুমিত্রা গান্ধী কুলকার্নি। সাধারণ মানুষের কাছে মোদী সম্পর্কে জানানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

লক্ষাধিক মানুষের জীবন স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অভিজ্ঞতাকেই ভাগ করে নেওয়া হবে সাধারণ মানুষের সঙ্গে। “মোদী স্টোরি”তে প্রধানমন্ত্রীর সঙ্গে অভিজ্ঞতার কথা ভাগ করে নেন স্বামী অভদেশ্বনন্দ গিরি থেকে শুরু করে অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া। স্বামী অভদেশ্বনন্দ গিরি বলেন, “ছত্রপতি শিবাজি, মহারাণা প্রতাপ ও গুরু গোবিন্দ সিংয়ের পরে প্রধানমন্ত্রী মোদীই এমন এক প্রশাসক, যার গ্রহণযোগ্যতা বিশ্বের তাবড় তাবড় নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে রয়েছে।”

এইরকমই একাধিক অভিজ্ঞতা সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই মোদী স্টোরির উদ্যোগ নেওয়া হয়েছে। যদি আপনার কাছেও এমন কোনও অভিজ্ঞতা থাকে বা না বলা কাহিনী থাকে, তবে আপনারাও www.modistory.in -এ ক্লিক করে নিজেদের সেই কাহিনী ভাগ করে নিতে পারেন আপনিও ৷

Previous articleFalaknuma Express: চলন্ত ফলকনুমা এক্সপ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তিনটি বগি!
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here