দেশের সময় ওয়েবডেস্কঃ বছর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখোমুখি হতে পারেন। এবং সেটা কলকাতায়।
প্রশাসনিক সূত্রের খবর, সূচি অপরিবর্তিত থাকলে গঙ্গা পরিশোধন কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসতে পারেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, গতকাল নবান্নে দিল্লি থেকে এই বার্তা এসেছে।
প্রধানমন্ত্রী ছাড়াও উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী একদিনের সফরে আসবেন।
সরকারি সূত্রে বলা হচ্ছে, ওই দিন রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্তে কথা হতে পারে। রাজ্যের আর্থিক দাবিদাওয়া নিয়ে মূলত কথা বলতে চান মুখ্যমন্ত্রী।
গত ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী দিল্লিতে জি-২০ দেশগুলির সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীদেরও ডাকা হয়।
নবান্নের তরফে তখন চেষ্টা করা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠকের। কিন্তু সেই দফায় চেষ্টা সফল হয়নি। মূখ্যমন্ত্রী সেবার দিল্লি থেকে অজমের শরিফ ও পুষ্কর সফরে যান। প্রধানমন্ত্রীও আগে থেকেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন।
৩০ তারিখ প্রধানমন্ত্রী কলকাতায় এলে তখন চেষ্টা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে দুজনের কথা হওয়ার সম্ভাবনা আছে।