Mithun Chakraborty Hospitalised শুটিং চলাকালীন  গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

0
222

দেশের সময় , ওয়েবডেস্ক :অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

সূত্রের খবর বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল ১০ টা নাগাদ অসুস্থ বোধ করেন অভিনেতা। কলকাতায় ‘শাস্ত্রী’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা।

আচমকা অসুস্থ মিঠুন চক্রবর্তী। তাঁকে বাইপাসের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মিঠুনের এমআরআই করা হয়েছে। আপাতত তাঁকে নজরে রেখেছেন চিকিৎসকরা।

অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তাঁর। অস্বস্তি বোধ করতে থাকেন তিনি। তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি মিঠুন চক্রবর্তীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমআরআই রিপোর্ট আসার পর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এক মুহূর্তে দেরি না করেই তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত বছর পুজোয় তাঁর ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা কুড়োয় দর্শক মহলে। এ বার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন। তার মধ্যেই ঘটে গেল এই বিপত্তি।

জানুয়ারি মাসের শেষে শুরু হয় ‘শাস্ত্রী’ ছবির শুটিং। এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। মিঠুন-দেবশ্রী ছবির মূল আকর্ষণ। পাশাপাশি এক ঝাঁক তারকা রয়েছেন ছবিতে। সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য। ছবির প্রযোজক সোহম নিজের জন্যও রেখেছেন একটি চরিত্র। ছবির শুটিং শুরুর আগেই আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন,‘‘ বড় ছবির জন্য আমি কাস্টিংয়ে কোনও খামতি রাখতে চাইনি। ইন্ডাস্ট্রির সেরা কলাকুশলীদের নেওয়ার চেষ্টা করেছি। কারণ, প্রযোজনা সংস্থা হিসেবে সামনে আসতে হলে, আমি জানি এগুলো প্রয়োজন।’’ দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’।

তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সম্প্রতি পদ্মভূষণ সম্মান পেয়েছেন। মিঠুন চক্রবর্তীর শেষ দুটি বাংলা ছবি প্রজাপতি এবং কাবুলিওয়ালাও ভীষণভাবে প্রশংসিত হয়েছে দর্শকমহলে। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। শনিবার সকালেও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে তিনি একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। সোহমই তাঁকে হাসপাতালে নিয়ে যান বলে খবর।  

৭৩ বছর বয়সে দেশের দ্বিতীয় শীর্ষ নাগরিকের সম্মান পেয়েছেন ‘ডিস্কো ডান্সার’ খ্যাত অভিনেতা। ১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত মৃগয়া চলচ্চিত্র দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। চলতি বছর পদ্ম সম্মান পাওয়ার জন্য তিনি সকলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।” রাজনীতিতে সক্রিয় থাকলেও অভিনয় জগতের সঙ্গে দূরত্ব বাড়াননি মিঠুন। শনিবারও শ্যুটিং ফ্লোরেই ছিলেন তিনি। 

Previous articleWeather update: ভ্যালেন্টাইনস ডে’তে আপনার প্রেমে কাঠি করতে হাজির ‘ বহুরুপী’ আবহাওয়া , বিদায়বেলায় ‘কামব্যাক’ করল শীত, শৈত্যপ্রবাহের সতর্কতা রাজ্যে! দেখুন ভিডিও
Next articleCAA : দেশে কবে থেকে লাগু হবে কার্যকরী নগরিকত্ব সংশোধনী আইন? ঘোষণা অমিত শাহের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here